HomeBharatCharminar Express: প্ল্যাটফর্মের শেষে গিয়ে ধাক্কা, লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেস

Charminar Express: প্ল্যাটফর্মের শেষে গিয়ে ধাক্কা, লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেস

- Advertisement -

লাইনচ্যুত চেন্নাই থেকে হায়দ্রাবাদগামী চারমিনার এক্সপ্রেস (Charminar Express) । জানা গেছে নামপল্লী স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখে ট্রেনটি লাইনচ্যুত হয়। অন্তত পাঁচজন যাত্রী আহত হন।রেলওয়ে পুলিশ আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন।

রেলের তরফে জানান হয়েছে চেন্নাইগামী ট্রেনটি প্ল্যাটফর্মে এসে থামার সময় ট্র্যাক থেকে পিছলে যায় এবং পাশের দেয়ালে ধাক্কা মারে। যার ফলে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

   

তেলেঙ্গানার নামপল্লী রেলস্টেশনে চারমিনার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। দক্ষিণ মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাকেশ জানিয়েছেন, সকাল সোয়া ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, নামপল্লী রেলস্টেশন একটি টার্মিনাল স্টেশন যেখানে ট্রেন যাত্রা শেষ হয়। ট্রেনটি আগেই থামানো উচিত ছিল। কিন্তু গতিবেগ থাকায় প্লাটফর্মের শেষে গিয়ে ধাক্কা মারে। এ ঘটনায় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা অন্তত পাঁচজন সামান্য আহত হয়েছেন। তাঁদের রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular