গঙ্গোত্রীর পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৫, আহত ২

দেরাদুন: উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৫ জন। গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা হওয়া বেসরকারি ওই হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ গঙ্গনানি সংলগ্ন…

5 dead after chopper crashes

দেরাদুন: উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৫ জন। গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা হওয়া বেসরকারি ওই হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ গঙ্গনানি সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

দ্রুত উদ্ধারকাজ শুরু

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। স্থানীয় বাসিন্দা, পুলিশ, সেনা, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কুইক রেসপন্স টিম (QRT), ১০৮ নম্বর অ্যাম্বুলেন্স, ভাটওয়ারির বিডিও ও রাজস্ব বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে।

   

গড়ওয়াল বিভাগের বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “উদ্ধার ও ত্রাণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।” দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্ত শুরু করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও ডিজিসিএ।

গঙ্গোত্রী যাত্রার মরসুম 5 dead after chopper crashes

উল্লেখ্য, গঙ্গোত্রী যাত্রার মরসুমে পর্যটকদের যাতায়াতের জন্য নিয়মিতভাবে বেসরকারি হেলিকপ্টার পরিষেবা চালু থাকে। দুর্ঘটনাটি পর্যটন নিরাপত্তা ও হেলিকপ্টার পরিচালনায় নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের উত্তরকাশি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাঁদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Bharat: Tragic helicopter crash in Uttarkashi, Uttarakhand claims at least 5 lives en route to Gangotri. Rescue operations underway, cause under investigation.

 

Advertisements