Haryana: পাকিস্তান মদতপুষ্ট বব্বর খালসার জঙ্গিরা ধৃত হরিয়ানায়

বড়সড় হামলার আগে পুলিশি তৎপরতায় জালে পড়ল পাকিস্তান মদতপুষ্ট উগ্র শিখ সংগঠন বব্বর খালসার চার জঙ্গি। হরিয়ানার (Haryana) একটি টোল প্লাজা থেকে তাদের গ্রেফতার করা…

short-samachar

বড়সড় হামলার আগে পুলিশি তৎপরতায় জালে পড়ল পাকিস্তান মদতপুষ্ট উগ্র শিখ সংগঠন বব্বর খালসার চার জঙ্গি। হরিয়ানার (Haryana) একটি টোল প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

   

পাঞ্জাবের আইবি ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে বব্বর খালসার চার সদস্যকে ধরা পর জানা গিয়েছে, যে তারা মহারাষ্ট্রের নান্দেদ ও তেলেঙ্গানার আদিলাবাদে বিস্ফোরক পৌঁছে দিতে যাচ্ছিল।

বব্বর খালসা এমন এক সংগঠন যাদের লক্ষ্য ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা দুই দেশের পাঞ্জাব ভূমিতে পৃথক স্বশাসন কায়েম করা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এই সংগঠনটির মদতদাতা। বিভিন্ন সময়ে কয়েক দশক ধরে নাশকতা চালাচ্ছে বব্বর খালসা।

জানা গিয়েছে, হরিয়ানায় ধৃত বব্বর খালসা জঙ্গি গুরপ্রীত এর আগে জেলে ছিল যেখানে সে রাজবীর নামের একজন যুবকের সঙ্গে দেখা করে। পুলিশ জানতে পেরেছে এই রাজবীরের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে। গুরপ্রীত এবং অন্য তিনজন, যাদের বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে, তারা ভারত জুড়ে বিস্ফোরক সরবরাহ করত।

পুলিশ জানিয়েছে, এই চারজনের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের যোগাযোগ রয়েছে।

একটি সাদা টয়োটা ইনোভা এসইউভিতে দিল্লি যাওয়ার সময় কার্নালের বারা টোল প্লাজা থেকে ভোর ৪টায় তাদের গ্রেফতার করা হয়। বাকি তিন সন্দেহভাজনের নাম ভূপিন্দর, অমনদীপ ও পরমিন্দর, তাঁরা সকলেই পাঞ্জাবের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ওই চার সন্দেহভাজন ব্যক্তি হরবিন্দর সিং নামে আরেক জন জঙ্গির কাছ থেকে অর্ডার নিচ্ছিল, যে কিনা পাকিস্তান থেকে তাদের পরিচালনা করত। এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হরিয়ানা জুড়ে।