Accident: মর্মান্তিক দুর্ঘটনায় ৪ পুলিশকর্মীর মৃত্যু

মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের জয়পুর। জানা গিয়েছে, জয়পুরের ভব্রু এলাকায় দিল্লি থেকে গুজরাটগামী এক অভিযুক্তকে নিয়ে যাওয়া গুজরাট পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আর এই দুর্ঘটনার জেরে চার পুলিশ সদস্যসহ পাঁচজন এর মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে চার পুলিশ সদস্যের একটি দল দিল্লি থেকে জয়পুর হয়ে গুজরাট যাচ্ছিল। বন্দীটি চুরির মামলায় অভিযুক্ত ছিল এবং গুজরাট পুলিশের দল নয়াদিল্লির সালেমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল।

   

জয়পুর (গ্রামীণ) এর অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যা প্রকাশ জানিয়েছেন, তদন্তে উঠে এসেছে, গাড়ির চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং হঠাৎ করে চাকার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে গাড়িটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়। গাড়ির পাঁচ আরোহীই ঘটনাস্থলেই মারা যান

এদিকে এই দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গেহলট পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করে লিখেছেন, “দিল্লি থেকে গুজরাটগামী গুজরাট পুলিশের একটি গাড়ি জয়পুরের ভব্রু এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে চার পুলিশ সহ পাঁচজনের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। মৃতদের শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা, ঈশ্বর তাদের শক্তি দিন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করুন।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন