রায়পুর: একদিকে সীমান্ত পেরিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে চলছে ‘অপারেশন সিঁদুর’, অন্যদিকে দেশের অন্দরে উগ্রপন্থার শিকড় ছেঁটে ফেলতে জারি রয়েছে ‘অপারেশন সংকল্প’। এই অভিযানেরই অংশ হিসেবে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তাবাহিনী। পুলিশের দাবি, এখনও পর্যন্ত অভিযানে নিহত হয়েছে অন্তত ৩১ জন সন্দেহভাজন মাওবাদী।
মৃতদেহ উদ্ধার
সোমবার (১৩ মে) ছত্তিশগড় পুলিশ জানায়, এই মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে বিজাপুর জেলার কারেগুট্টা পাহাড় সংলগ্ন গভীর জঙ্গল থেকে। মৃতদের মধ্যে ইতিমধ্যেই ২০ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ১১ জনের দেহ ময়নাতদন্ত ও প্রাথমিক আইনি প্রক্রিয়ার পর তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। বাকি দেহগুলির ক্ষেত্রেও প্রক্রিয়া চলছে।
বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, পুরো অভিযানের বিস্তারিত তথ্য বুধবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশ্যে আনা হবে। প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, তাতে স্পষ্ট, মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি কারেগুট্টা পাহাড় এলাকাতেই চলছে এই তল্লাশি ও ধ্বংস অভিযান।
৩ হাজার জওয়ানের মাও শত্রু দমনের মিশন 31 Maoists killed Chhattisgarh
২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযান ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে। নিরাপত্তাবাহিনীর একাধিক ইউনিট— ছত্তিশগড় পুলিশের জেলা রিজার্ভ গার্ড (DRG), বাস্তার ফাইটারস, স্পেশাল টাস্ক ফোর্স (STF), সিআরপিএফ, এবং কোবরা ইউনিট—এই অভিযানে অংশ নিচ্ছে। সর্বমোট প্রায় ২৮ হাজার জওয়ান মোতায়েন রয়েছে এই অঞ্চলে।
আইইডি, অস্ত্র ও বিস্ফোরক মজুত ধ্বংস
অভিযানের সময় বিপুল পরিমাণ বিস্ফোরকসামগ্রী উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। উদ্ধার হয়েছে ৪০০টিরও বেশি আইইডি, প্রায় ৪০টি আগ্নেয়াস্ত্র, এবং প্রায় ২ টন বিস্ফোরক। পুলিশের দাবি, মাওবাদীদের ঘাঁটি চিহ্নিত করে একের পর এক সফল অভিযানের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে তাদের ঘাঁটি ও অস্ত্রভাণ্ডার।
২০২৬ সালের মধ্যে মাওবাদমুক্ত ভারতের লক্ষ্যে কেন্দ্র
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মার্চের মধ্যে ভারতকে মাওবাদমুক্ত করা হবে। তার পর থেকেই ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা-সহ একাধিক রাজ্যে মাওবিরোধী অভিযান আরও জোরদার হয়েছে। ‘অপারেশন সংকল্প’-কে সেই ঘোষণার বাস্তব রূপ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
এই সাফল্য শুধু একটি অভিযানের ফল নয়, বরং দেশের অন্দরের নিরাপত্তার প্রশ্নে সরকারের দীর্ঘমেয়াদি কৌশলগত পদক্ষেপেরই বহিঃপ্রকাশ।
Bharat: Indian security forces achieve major success in anti-Maoist operation ‘Operation Sankalp’ on Chhattisgarh-Telangana border. Police claim at least 31 suspected Maoists killed in Bijapur. Massive search operation involving thousands of personnel underway in Naxal stronghold.