France: বড়দিনে সুখববর, ‘পাচার’ হওয়া ভারতীয়রা দেশে ফিরছেন

কয়েকদিন আগে ফ্রান্সের (France) ভাট্রি বিমানবন্দরে ৩০৩ জন ভারতীয় সহ একটি বিমানকে আটকানো হয়েছিল। সন্দেহ করা হচ্ছিল, সেই বিমানে করে মানব পাচার করা হচ্ছে। অবশেষে…

303 Indians passengers detained in France airport allowed to leave today

কয়েকদিন আগে ফ্রান্সের (France) ভাট্রি বিমানবন্দরে ৩০৩ জন ভারতীয় সহ একটি বিমানকে আটকানো হয়েছিল। সন্দেহ করা হচ্ছিল, সেই বিমানে করে মানব পাচার করা হচ্ছে। অবশেষে আটক করা বিমানটিকেও ফ্রান্স ছাড়ার অনুমতি দিয়েছে ফরাসি আদালত। জানা গিয়েছে, ফ্রান্সে আটক হওয়া সেই বিমানটি ‘যত বেশি সম্ভব’ ভারতীয়কে নিয়ে সোমবারই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে।

রোমানিয়ার চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে রওনা দেয়। প্যারিস থেকে ১৫০ কিলোমিটার পূর্বে ফ্রান্সের ভাট্রি বিমানবন্দরে বিমানটি অবতরণ করা হয়।বিমানটি জ্বালানি ভরার জন্য ভ্যাট্রিতে অবতরণ করেছিল। তখনও আটক করা হয়।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যাত্রীদের ভ্রমণের “শর্ত ও উদ্দেশ্য” যাচাই করার জন্য চার বিচারক রবিবার তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। তাদের মতে, ৩০৩ যাত্রীর মধ্যে ১১ জন নাবালক রয়েছে। ইতিমধ্যে দশজন যাত্রী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন।

এর আগে জানা যায়, বিমান আটকানোর পর ভাট্রি বিমানবন্দরেই আটক ছিলেন ৩০৩ ভারতীয়। তবে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। বিমানের ক্রুদের জেরা করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় বিমানের যাত্রীদেরও। এরই মাঝে বিমানে থাকা ভারতীয়দের খেয়াল রাখা হয়। এই আবহে ফরাসি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় দূতাবাস। এই ঘটনার তদন্ত শুরু হয়।

এ দিকে আটকে রাখা রোমানিয়ার বিমান সংস্থা লিজেন্ড এয়ারলাইন্স গোটা ঘটনায় অসন্তুষ্ট। তাদের দাবি, ওই উড়ানে শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করেছিল তারা। মানব পাচার হচ্ছিল কি না, সেই বিষয়ে তাদের কিছু জানা নেই। ওই সংস্থার বিরুদ্ধে ফরাসি সরকার কোনও পদক্ষেপ করলে পাল্টা আইননি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন ওই সংস্থার আইনজীবী।