করমণ্ডল দুর্ঘটনায় সিবিআই জালে ৩, অজ্ঞাতস্থানে জেরা

ওড়িশার বালাসোরের ২ জুন ভয়ঙ্কর রেল দুর্ঘটনার রেশ এখনও স্পষ্ট। কী কারণে এই ভয়াবহ বিপর্যয়, সেই কারণ খুঁজছে সিবিআই।

বালাসোর ট্রেন দুর্ঘটনার পরে গত ৬ জুন থেকে টানা কয়েকদিন সিবিআই ও ফরেন্সিক টিম বাহানাগা স্টেশনের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ঘটনাস্থল খতিয়ে দেখতে পৌঁছেছেন দিল্লি সিবিআই স্পেশাল ক্রাইম জোনের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী।

   

অবশেষে সেই দুর্ঘটনার ১০ দিনের মাথায় সিবিআই-এর জালে পড়ল তিন রেলকর্মী। সোমবার তদন্তের স্বার্থে তিনজন রেলকর্মীকে আটক করেছে সিবিআই। তাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং আরও এক কর্মীকে আটক করা হয়েছে। কোনও অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাদের। এই তদন্তে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি সিবিআই।

বালাসোর ট্রেন দুর্ঘটনায় সিবিআই বোঝার চেষ্টা করছে কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের মনোভাব নিয়ে কেউ যন্ত্রপাতিতে ইচ্ছাকৃত ভাবে অনিষ্টসাধন করেছিল কি না। অথবা, ঘটনার পিছনে প্রযুক্তিগত কোনও ত্রুটি ছিল কি না তা খুঁজে দেখবেন গোয়েন্দারা।

CRS-এর রিপোর্ট ও সিবিআইয়ের প্রাথমিক রিপোর্টে কোথায় কোথায় মিল বা অমিল রয়েছে সেটা যাচাই করাই এক্ষেত্রে মূল লক্ষ্য। দুর্ঘটনার দিন কর্তব্যে থাকা আহত ট্রেন চালক, গার্ড, স্টাফদেরও বয়ান রেকর্ড করবে সিবিআই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন