এবার সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীরের কুপওয়ারা এলাকা। জানা গিয়েছে, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর কুপওয়ারা জেলায় শুরু হওয়া একটি এনকাউন্টারে পাক মদতপুষ্ঠ সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত তিন জঙ্গিকে খতম করে সেনা।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, কুপওয়ারার জুমাগুন্দ গ্রামে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর তারা অভিযান শুরু করে। এরপর সেনা ও পুলিশ বাধা দিলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, “কুপওয়ারার জুমাগুন্দ গ্রামে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে পুলিশ একটি নির্দিষ্ট ইনপুটের উপর ভিত্তি করে এলাকায় তল্লাশি চালায়। এরপরেই দুপক্ষের মধ্যে এনকাউন্টার শুরু হয়।” কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানান, কুপওয়ারায় আজ যে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন এলইটি-র সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, জঙ্গিদের নাম পরিচয় আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা চলছে।