ভেজাল মদ খেয়ে ২৮ জনের মৃত্যু

ভেজাল মদ খেয়ে এখনও অবধি ২৮ জনের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে গুজরাটে (Gujarat)। জানা গিয়েছে, গুজরাটের বোটাড জেলায় ভেজাল মদের কারণে মৃত্যুর সংখ্যা ২৮ টি বৃদ্ধি পেয়েছে এবং বারওয়ালা, রানপুর এবং আহমেদাবাদ গ্রামীণে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে ভেজাল মদ খাওয়ার কারণে এক ডজনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোটাড, বানওয়ালা এবং ধন্ধুকা তালুকায় রাসায়নিক অপব্যবহারের ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে খবর। এই ঘটনায় ১৪ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে।

   

পুলিশের ডিজিপি আশিস ভাটিয়া জানিয়েছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। রাসায়নিকটি সরাসরি জলের সাথে মিশ্রিত করা হয়েছিল এবং লোকেরা তা খেয়েছিল। এরকমভাবে ৬০০ লিটার ভেজাল মদ তৈরি করা হয়েছে এবং ৪০০০০ টাকায় বিক্রি করা হয়েছে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন