HomeBharatচলন্ত অ্যাম্বুলেন্সে মহিলাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য

চলন্ত অ্যাম্বুলেন্সে মহিলাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য

- Advertisement -

ভয়ঙ্কর ঘটনা বিহারে (Bihar)। চলন্ত অ্যাম্বুলেন্সে গণধর্ষণের শিকার ২৬ বছর বয়সী মহিলা। হোম গার্ডের চাকরির পরীক্ষা চলাকালীন ঘটে এই ঘটনা। বিহারের গয়া জেলায় হোমগার্ড নিয়োগ অভিযানে শারীরিক পরীক্ষার সময় অচেতন হয়ে পড়েন ওই মহিলা। এরপর তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

গত ২৪ শে জুলাই, বোধ গয়ার বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ড নিয়োগের পরীক্ষা চলাকালীন এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়োগের অংশ হিসেবে শারীরিক সহনশীলতা পরীক্ষার সময় ওই মহিলা অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর দ্রুত তাকে ঘটনাস্থলেই থাকা অ্যাম্বুলেন্সে হাসপাতালে স্থানান্তর করার জন্য আয়োজকরা ব্যবস্থা করেন। মহিলার অভিযোগ, অ্যাম্বুলেন্সের মধ্য তিনি অজ্ঞান থাকা অবস্থাতেই তাকে একাধিক ব্যক্তি ধর্ষণ করে।

   

মহিলার অভিযোগের ভিত্তিতে বোধ গয়া থানায় এফআইআর দায়ের করা হয়। ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পাঠানো হয় সিট এবং ফরেন্সিকের দল। FIR দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই দু-জনকে গ্রেফতার করা হয় – অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং গাড়িতে থাকা টেকনিশিয়ান অজিত কুমার। বর্তমানে দুই অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আধিকারিকরা জানিয়েছেন যে ওই এলাকার সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে ওই গাড়ির রুট এবং সময়সূচি।

পুলিশে দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, মহিলা জানান যে তিনি শারীরিক পরীক্ষার সময় জ্ঞান হারান এবং পরিবহনের সময়কার ঘটনাগুলি সম্পর্কে কেবল আংশিকভাবে অবগত ছিলেন। পরে তিনি পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানান যে তাকে তিন থেকে চার জন অ্যাম্বুলেন্সের ভিতর ধর্ষণ করে।

ঘটনার কড়া নিন্দা করেছেন লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) সাংসদ চিরাগ পাসওয়ান। বিহারের আইনশৃংখলার নিন্দা করেন এবং রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular