নয়াদিল্লি: পর পর ২১টি তোপধ্বনি৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হয়ে গেলন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অন্তিম যাত্রায়, তাঁকে শেষ শ্রদ্ধা রাজধানীর রাজপথে নেমেছিল মানুষের ঢল৷ লালকেল্লার পিছনে নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-সহ দেশের বড় বড় নেতারা। তাঁর মৃত্যুর পরই ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ এই সময় সরকারি ভাবে কোনও উৎসব হবে না৷ অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। (21-gun salute Manmohan Singh funeral)
প্রধানমন্ত্রী-রষ্ট্রপতির শ্রদ্ধা 21-gun salute Manmohan Singh funeral
প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ অন্যান্য নেতা-নেত্রীরা৷
বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের দু’বারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘডি দিল্লি এইমসের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। কিন্তু তিনি চিকিৎসকদের আর সময় দেননি৷ সেখানেই তাঁর মৃত্যু হয় নবতিপর অর্থনীতিবিদের৷
নিগমবোধ ঘাট শেষকৃত্য 21-gun salute Manmohan Singh funeral
শনিবার সকালে কংগ্রেসের সদর দফতর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে আসা হয় যমুনা নদীর ধারে নিগমবোধ ঘাট শ্মশানে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় ড. মনমোহন সিংকে।
Bharat: Former PM Manmohan Singh laid to rest with a 21-gun salute and full state honors at Nigambodh Ghat, Delhi. National leaders including PM Modi and President Murmu attended. A seven-day national mourning period was declared, with flags at half-mast.