৫ জনের মৃত্যুর বদলা নিল সেনা, এনকাউন্টারে খতম ২ জঙ্গি

জঙ্গি দমনে বিরাট সাফল্য পেল ভারতীয় সেনা। এক কথায় কাশ্মীরের ডোডায় কয়েকদিন আগেই জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হন ভারতীয় সেনার মেজর সহ ৫ জন।…

জঙ্গি দমনে বিরাট সাফল্য পেল ভারতীয় সেনা। এক কথায় কাশ্মীরের ডোডায় কয়েকদিন আগেই জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হন ভারতীয় সেনার মেজর সহ ৫ জন। এবার কার্যত সেই ঘটনারই বদলা নিল সেনা বলে মনে হচ্ছে। সেনার গুলিতে (J&K Encounter) খতম ২ জন জঙ্গি।

জ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে গুলির লড়াই শুরু হয়। এখনও গুলির লড়াই চলছে। এদিন সকালে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনা জওয়ান আহত হন। রাত ২টো নাগাদ কাস্তিগড় এলাকার জাড্ডান বাটা গ্রামে এই এনকাউন্টার শুরু হয়।

   

উল্লেখ্য, সম্প্রতি ডোডা জেলায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এক অফিসার-সহ চার সেনা জওয়ান শহীদ হন। ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়েক ডি রাজেশ, সিপাই বিজেন্দ্র, সিপাহী অজয় কর্তব্যরত অবস্থায় তাদের জীবন উৎসর্গ করেন। এদিকে এই ঘটনার পর থেকে চুপ করে বসে থাকেনি সেনা থেকে শুরু করে গোয়েন্দারাও। নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে।

১৬ জুলাইয়ের ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের ছায়া সংগঠন ‘কাশ্মীর টাইগার্স’। বিগত কয়েক সপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলা বৃদ্ধির পরে সুরক্ষা বাহিনী হাই অ্যালার্ট মোডে রয়েছে। গত ১৪ জুলাই কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা।