অপারেশন অল আউটে ফের একবার কাশ্মীর (J&K) উপত্যকায় সাফল্য পেল নিরাপত্তা রক্ষীরা।
জম্মু-কাশ্মীরের কুলগামের ডি এইচ পোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ২ লস্কর জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর।
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযানে নেমেছে। এখনও পর্যন্ত কুলগামে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত জঙ্গিদের নাম জৈশ-ই-মহম্মদের শ্রীনগরের বাসিন্দা হারিস শরিফ এবং কুলগামের জাকির পদ্দার। এছাড়া লোলাব এলাকায় সেনাবাহিনীর সঙ্গে যৌথ জঙ্গি বিরোধী অভিযান শুরু করে কুপওয়ারা পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতার হওয়া সন্ত্রাসী শওকত আহমেদ শেখের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কুপওয়ারার লোলাব এলাকায় নিরাপত্তা বাহিনী একটি অভিযান শুরু করে, যার পরে একটি এনকাউন্টার শুরু হয়।
কাশ্মীর পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর সময় সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তাকর্মীদের উপর গুলি চালাতে শুরু করে, যার পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায় এবং এনকাউন্টারে মৃত্যু হয় দুই জঙ্গির।
পুলিশ জানিয়েছে, ধৃত অন্যান্য কিছু জঙ্গিও ফাঁদে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় এনকাউন্টার এখনও চলছে। ওই জঙ্গিকে পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (কাশ্মীর) বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছে, যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল।
তিন দিন আগে, নিরাপত্তা বাহিনী দুটি পৃথক এনকাউন্টারে তিন সন্ত্রাসীকে হত্যা করেছিল। অনন্তনাগ জেলার হাঙ্গলগুন্ড এলাকায় এক এনকাউন্টারে দুই জঙ্গিকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। আইজিপি বিজয় কুমার বলেছিলেন যে নিহত সন্ত্রাসীদের নাম জুনায়েদ এবং হিজবুল মুজাহিদিনের বাসিত ভাট। গত বছর বাসিত অনন্তনাগে বিজেপি সরপঞ্চ রসুল দার, তাঁর স্ত্রী ও এক পঞ্চকে হত্যার ঘটনায় জড়িত ছিল সন্ত্রাসবাদীরা। এর আগে কুলগামের মিশিপুরা এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার কুলগামের মিশিপুড়া এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ পর্যন্ত শত শত সন্ত্রাসী নিহত হয়েছে।
বুধবার শোপিয়ান জেলার কাঞ্জিউলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক ব্যাঙ্ক ম্যানেজারকে খুনের ঘটনায় জড়িত দুই লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গির মৃত্যু হয়েছে।