আগামী রবিবার অর্থাৎ ২৮শে মে সেন্ট্রাল ভিস্তার অধীনে থাকা নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মর্মে ইতিমধ্যেই দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে সেই তালিকা থেকে বঞ্চিত খোদ দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই প্রতিবাদেই এবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিলেন তৃণমূল সংসদ ডেরেক ও’ব্রায়েন।
উল্লেখ্য, এবার থেকে সেন্ট্রাল ভিস্তার এই বিলাসবহুল ভবনেই বসবে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত অধিবেশন। অন্যদিকে পুরনো ইংরেজ আমলের তৈরি ভবনটি দাঁড়িয়ে থাকবে কালের সাক্ষী হিসাবে। প্রসঙ্গত, সেন্ট্রাল ভিস্তা নির্মাণের কাজ শুরুর সময়ই দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দল তাকে অযৌতিক বলে দাবি করেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, “এই নির্মাণের কোনো যৌক্তিকতা নেই। পয়সা নষ্ট ছাড়া কিছুই নয়”। কিন্তু তাতেও বন্ধ হয়নি নির্মাণ কাজ।
শুধু তাই নয়, নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের সময়ও বঞ্চিত ছিলেন দেশের সুপ্রিম কমান্ডার। এবার তারই প্রতিবাদে উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক সকলের। আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা বয়কটের ডাক দেন তৃণমূল সংসদ, তার কিছুক্ষণ পরেই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দেয় আম আদমি পার্টি।
শুধু তাই নয়, দেশের প্রায় ১৯টি রাজনৈতিক দল একসাথে বয়কটের ডাক দিয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে সমাজবাদী পার্টি, কংগ্রেস, ঝাড়খণ্ড জনমূর্তি মোর্চাসহ আরও একাধিক দল। একই সাথে বয়কটের ডাক দিয়েছে বাম শিবিরও।