Accident: পুকুরে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই ট্রাক, মৃত কমপক্ষে ১৫ জন

দেশে বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। এক ধাক্কায় মৃত্যু হল ১২ জনের। উত্তর প্রদেশের কাসগঞ্জ (Kasganj) জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫…

দেশে বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। এক ধাক্কায় মৃত্যু হল ১২ জনের। উত্তর প্রদেশের কাসগঞ্জ (Kasganj) জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ।

এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, গ্রামবাসী ও পুলিশ কর্মীরা ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে কাসগঞ্জের পটিয়ালি দরিয়াওগঞ্জ সড়কের পুকুরে পড়ে যায় নিয়ন্ত্রণহীন ট্রাক্টর ট্রলিটি। ট্রলিতে থাকা বহু পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়েছে। আশপাশের গ্রামবাসী ও পুলিশ সদস্যরা ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।

পাটিয়ালির স্বাস্থ্যকেন্দ্রে আহত তীর্থযাত্রীদের উদ্ধার করে আনা হয়েছে। এ পর্যন্ত ১৫ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বহু মহিলা ও শিশুও রয়েছে। তীর্থযাত্রীরা এটাহ জেলার কাহা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। উত্তরপ্রদেশের (Uttarpradesh) কাসগঞ্জে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। মাঘ পূর্ণিমা উপলক্ষে গঙ্গায় স্নান করতে যাওয়া ভক্তদের একটি ট্র্যাক্টর ট্রলি পুকুরে উল্টে যায়। মৃতরা সবাই মাঘ পূর্ণিমা উপলক্ষে পাতিয়ালীর কাদেরগঞ্জ গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছিলেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) কাসগঞ্জে পথ দুর্ঘটনার বিষয়টি নজর রাখছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ঘটনায় গ্রামবাসীরা ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু করেছে। গুরুতর আহত অনেক তীর্থযাত্রীকে বড় হাসপাতালে রেফার করা হয়েছে। মৃতরা সবাই মাঘ পূর্ণিমা উপলক্ষে পাতিয়ালীর কাদেরগঞ্জ গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছিলেন।