ছত্তিশগড়ে ১২ জন নকশালের আত্মসমর্পণ, মাথার দাম ছিল ১৮ লাখ!

রাইপুর: নকশাল (Naxal) দমনে ছত্তিসগড় পুলিশের বড় সাফল্য। নকশাল বাহিনীর ৫ মহিলা এবং ৭ পুরুষ আত্মসমর্পণ (Surrender) করেছে বলে জানা গিয়েছে। তাঁদের মাথার দাম (Bounty)…

রাইপুর: নকশাল (Naxal) দমনে ছত্তিসগড় পুলিশের বড় সাফল্য। নকশাল বাহিনীর ৫ মহিলা এবং ৭ পুরুষ আত্মসমর্পণ (Surrender) করেছে বলে জানা গিয়েছে। তাঁদের মাথার দাম (Bounty) ছিল মোট ১৮ লক্ষ টাকা। ইন্দ্রবতী এবং পূর্ব বাস্তার সহ প্লাটুন ১৬ এলাকায় দীর্ঘদিন ধরে নাশকতার সঙ্গে জড়িত ছিল এই ১২ জন নকশাল বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার ছত্তিসগড়ের নারায়ণপুর জেলায় পুলিশের (Narayanpur police) কাছে তাঁরা আত্মসমর্পণ করে।

নারায়ণপুরের পুলিশ সুপার রবিনসন গুরিয়া বলেন, “তাঁদের মধ্যে ২ জন ইন্দ্রবতী এবং পূর্ব বাস্তার এলাকায় সক্রিয় ছিল। একজন প্লাটুন ১৬ এলাকায় নাশকতার সঙ্গে জড়িত ছিল। তাঁর কম্যান্ডারকে গত মিশনেই আমরা খতম করেছি”। বস্তুত, ২০২৬ সালের মার্চের মধ্যে এলাকা নকশাল-মুক্ত করার মিশনে নেমেছে নিরাপত্তা বাহিনী এবং পুলিশ। ছত্তিসগড়ের নকশাল অধ্যুষিত জঙ্গলে হানা দিচ্ছে বাহিনীর সুদস্যরা। ইতিমধ্যেই প্রায় কয়েকশ নকশালকে খতম করা হয়েছে। আত্মসমর্পণও করছেন অনেকে।

   

পুলিশ এবং বাহিনীর নিরন্তর অভিযানের ফলে চাপের মুখেই এই ১২ জন নকশাল আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গুরিয়া (Police Super)। তিনি আরও জানান, চলতি বছর প্রায় ১৭১ জন নকশাল আত্মসমর্পণ করেছেন। যার মধ্যে অনেক শীর্ষ নেতারাও আছেন। আত্মসমর্পণকারী নকশালদের প্রত্যেককে স্বাভাবিক জীবনে ফেরানর জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে তাঁদের সরকারি পরিচয়পত্রও বানিয়ে দিচ্ছে প্রশাসন।

Advertisements

প্রসঙ্গত, বুধবার ছত্তিসগড়ের বিজাপুর জেলায় ২ জন নকশালকে খতম করে নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় নকশালদের উপস্থিতি এবং সক্রিয়তার খবর পেয়ে অভিযান চালানো হয়। এনকাউন্টারের পর ঘটনাস্থল থেকে বন্দুক, অস্ত্র সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পাশাপাশি, ১২ সেপ্টেম্বর ছত্তিসগড়ের উপ মুখ্যমন্ত্রী বিজয় শর্মার নির্দেশে জারি করা জয়েন্ট অপারেশনে ১০ জন নকশালকে খতম করা হয়। যাঁদের শীর্ষ নেতার মাথার দাম ছিল ১ কোটি টাকা।