Hydrabad: ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ ১১ শ্রমিক

মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হায়দ্রাবাদে (Hydrabad)। কার্যত ঘুমন্ত অবস্থায় পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছেন কমপক্ষে ১১ জোন শ্রমিকের। বুধবার সকালে হায়দ্রাবাদের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ১১ জন শ্রমিক, যাদের সবাই বিহারের বাসিন্দা, তারা সবাই আগুনে পুড়ে মারা গিয়েছেন বলে খবর।

কর্মকর্তারা জানিয়েছেন যে একজন আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদিও কী কারণে এহেন ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

   

পুলিশ জানিয়েছে, মৃতরা সকলেই গোডাউনের ভিতরে ঘুমিয়ে ছিলেন। অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং মুখ্য সচিব সোমেশ কুমারকে নির্দেশ দিয়েছেন যে যত দ্রুত সম্ভব মৃতদের দেহ তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন