Buddhist monk: চোখের সামনে জ্বলছেন শতায়ু বৌদ্ধ ভিক্ষু, এভাবেও মৃত্যু হয়…

হু হু করে জ্বলছে আগুন। লেলিহান শিখার মাঝে শতায়ু বৌদ্ধ ভিক্ষু (Buddhist monk) পুড়ে যাচ্ছিলেন। তাঁর এই জীবন্ত পুড়ে যাওয়ার মুহূর্ত দেখে হতবাক সবাই। এভাবেও মৃত্যু হয়...!

হু হু করে জ্বলছে আগুন। লেলিহান শিখার মাঝে শতায়ু বৌদ্ধ ভিক্ষু (Buddhist monk) পুড়ে যাচ্ছিলেন। তাঁর এই জীবন্ত পুড়ে যাওয়ার মুহূর্ত দেখে হতবাক সবাই। এভাবেও মৃত্যু হয়…!

এ কোনও ধর্মীয় রীতি বা বৌদ্ধ ভিক্ষুর শেষ ইচ্ছা নয়। তিনি একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মিজোরামে। এ রাজ্যের লংটলাই জেলার লংপুইঘাট গ্রামের বৌদ্ধ মঠ আগুনে পুড়ে ছাই। সেই অগ্নিকাণ্ড থেকে বাঁচতে পারেননি শতায়ু সন্ন্যাসী। গ্রামবাসীরা বলেছেন ওই সন্ন্যাসীর বয়স হয়েছিল কমপক্ষে ১০৬ বছর। তিনি আরও দুই ভিক্ষুর সাথে মঠে থাকতেন।

   

ঘটনার তদন্তে নেমেছে মিজোরাম পুলিশ। পুলিশ এটি দুর্ঘটনা নাকি আগুন ধরে যাওয়ার পিছনে অন্য কোনও কারণ আছে তা জানার চেষ্টা চলছে। জ্বলতে থাকা বৌদ্ধ মঠের ছবি ও ভিডিও মিজোরাম থেকে সামাজিক মা়ধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। দেশ বিদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দৃশ্য দেখে মর্মাহত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন