ভারী বৃষ্টিতে পাথর খাদানে ধস, মৃত কমপক্ষে ১০ জন

মঙ্গলবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল মিজোরামে (Mizoram)। পরপর মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে আইজলের একটি পাথর খাদান ধসে (Stone Quarry…

মঙ্গলবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল মিজোরামে (Mizoram)। পরপর মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে আইজলের একটি পাথর খাদান ধসে (Stone Quarry Collapsed) কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

Advertisements

ঘটনা প্রসঙ্গে মিজোরামের ডিজিপি জানিয়েছেন, পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন। নদীর জলস্তরও বাড়ছে এবং নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলা, বাংলাদেশে তাণ্ডব চালানোর পর এবার মিজোরাম রাজ্যে সাইক্লোন ‘রেমাল’-এর প্রভাব দেখা দিচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একটানা বৃষ্টির কারণে পাথর খাদানে ধস নামার কারণে অনেকের মৃত্যু হয়েছে, এবং ধ্বংসস্তূপে এক ডজনেরও বেশি মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বৃষ্টির মধ্যে ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একটি শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনও এক ডজনেরও বেশি লোক আটকে পড়ে আছে, তাদের সরানোর জন্য উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। 

হান্থারে ৬ নম্বর জাতীয় সড়কে ভূমিধসের জেরে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আইজল।এছাড়া বেশ কয়েকটি আন্তঃরাজ্য সড়কও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে, বৃষ্টির কারণে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।