J&K: মর্মান্তিক, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, মৃত অন্তত ১০

আবারও একবার দেশে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেল। ভারতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল কমপক্ষে ১০ জনের। শুক্রবার জম্মু (J&K) ডিভিশনের রামবান জেলায় একটি এসইউভি রাস্তা…

আবারও একবার দেশে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেল। ভারতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল কমপক্ষে ১০ জনের। শুক্রবার জম্মু (J&K) ডিভিশনের রামবান জেলায় একটি এসইউভি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের।

স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, গাড়িটি শ্রীনগর থেকে জম্মুর দিকে যাচ্ছিল। রাত সওয়া ১টার দিকে এসইউভিটি জেলার ব্যাটারি চশমা এলাকায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। এমনিতে ভারী বৃষ্টিপাতের কবলে রয়েছে উপত্যকা।

ইতিমধ্যে ১০ যাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় মেলেছে। একজন হলেন জম্মুর অম্ব ঘরোতার চালক বলওয়ান সিং (৪৭) ও অন্যজন বিহারের পশ্চিম চম্পারণের বাসিন্দা বিপিন মুখিয়া। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, রামবন এলাকার ব্যাটারি চশমার কাছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর একটি যাত্রীবাহী ট্যাক্সি গভীর খাদে পড়ে যায়। পুলিশ, এসডিআরএফ ও সিভিল কিউআরটি রামবন ঘটনাস্থলে পৌঁছেছে, উদ্ধারকাজ চলছে।