বৈষ্ণোদেবীর পথে ভয়াবহ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর আশঙ্কা

A terrible accident on the journey to Vaishnodevi claims the lives of 10 individuals, leaving behind a profound tragedy.

বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। অমৃতসর থেকে কাটরাগামী একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ার পর অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

জম্মু জেলা কালেক্টরের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় আরও ডজনখানেক যাত্রী আহত হয়েছেন এবং তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকে গুরুতর জখম।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন