বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ১০ জন, আহত বহু

ফের একবার শিরোনামে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। এবার এই রাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) প্রাণ হারালেন ১০ জন মতো মানুষ। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ব্যাপক চাঞ্চল্য…

ফের একবার শিরোনামে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। এবার এই রাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) প্রাণ হারালেন ১০ জন মতো মানুষ। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, আজ রবিবার উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের বোঝাই পিকআপকে ধাক্কা মারে ঘাতক বাস। এ দুর্ঘটনায় ১০ জন নিহত ও বহু শিশুসহ ২৯ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

   

জানা গিয়েছে, আলিগড় জেলার তহসিল আত্রাউলির রায়পুর গ্রামে রাখি বন্ধন উৎসব উদযাপন করতে গাজিয়াবাদের একটি রুটি কোম্পানিতে কর্মরত ৩৫ জনেরও বেশি শ্রমিক একটি পিকআপে করে যাচ্ছিলেন। কিন্তু কেউ হয়তো ভাবতেও পারেননি যে তাঁদের কপালে এরকম করুণ পরিণতি লেখা রয়েছে। সালেমপুর থানার কাছে পৌঁছতেই ওভারটেক করার সময় দ্রুতগামী ডাগ্গামার বাস পিকআপটিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২৯ জন আহত হন। আহত আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি ২১ জনকে জেলা হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, বাসটির সঙ্গে সংঘর্ষের পর পিকআপের আরোহীরা রাস্তায় যেখানে-সেখানে ছিটকে পড়েন। দুর্ঘটনার সময় বাসের স্টিয়ারিংয়ে আটকে গিয়ে বাসের চালকও গুরুতর আহত হন, যাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলিগড়ের আত্রাউলি তহসিলের আহেরিয়া নাগলা গ্রামের ওই শ্রমিকরা গাজিয়াবাদের একটি কারখানায় কাজ করতেন। রবিবার সকাল ৮টা নাগাদ রাখীবন্ধন উৎসব পালন করতে গাজিয়াবাদ থেকে পিকআপে করে নিজ নিজ গ্রামে ফিরছিলেন শ্রমিকরা।

এরপর সোয়া ১০টার দিকে তিনি সালেমপুর পৌঁছালে দ্রুতগামী ডাগ্গামার একটি বাস পাশ থেকে তাঁকে ধাক্কা দেয়। যার কারণে পিকআপটি অনিয়ন্ত্রিতভাবে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপের আরোহীরা লাফিয়ে পড়ে রাস্তায় পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন রাস্তায় পড়ে যাওয়া আহতদের আটক করে বেসরকারি গাড়ি ও অ্যাম্বুলেন্সের সাহায্যে জেলা হাসপাতালে পাঠায়।