মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিসগড়। দান্তেওয়াড়ায় ভয়াবহ বিস্ফোরণ। পিটিআই সূত্রে খবর, আরানপুরের কাছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের অফিসারদের নিয়ে যাওয়া হছিল। সেই সময়েই আইডি বিস্ফোরণ হয়। ঘটনায় অন্তত ১০ জন পুলিশকর্মী নিহত।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনায় যে সমস্ত পুলিশ কর্মীদের মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুর ঘটনায় আমি শোক প্রকাশ করছি।
ছত্তিসগড়ে মাওবাদী হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সমস্ত রকম সাহায্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চলছিল। তখনই মাওবাদীরা বিস্ফোরণ ঘটায়।
২০২১ সালের এপ্রিলে বস্তার অঞ্চলে মাওবাদীদের সাথে বন্দুকযুদ্ধে ২২ জন পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্য নিহত এবং কমপক্ষে দুই ডজন রক্ষী আহত হয়েছিলেন।