মুম্বই: অবশেষে সেই সময় আসতে চলেছে। রুপোলি পর্দার দুনিয়ায় পা রাখতে চলেছেন বাদশা কন্যা সুহানা (Suhana Kha)। অনেকদিন ধরে পর্দায় সুহানাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। প্রায়ই শোনা যায় বলিউডে তার আত্মপ্রকাশ কথা। কিন্তু এবার সব তীক্ষার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, জো়য়া আখতারের ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ ঘটতে চলেছেন সুহানার।
সিনেওয়ার্ল্ডে অভিষেক না হলেও, ইতিমধ্যে গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রেখে ফেলেছেন কিং কন্যা। ২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে। এ ছাড়াও তিনি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং বেশ কিছু নাটকে অভিনয় করেছেন।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুহানা। প্রায়সই নিজের ব্যক্রিগত মুহূর্ত নেটদুনিয়ায় শেয়ার করে থাকেন। তাছাড়া জেন ওয়াইয়ের কাছে এখন স্টাইল আইকন সুহানা খান।