Uron Tubri: দেখা মিলবে না ‘অপু’র, বন্ধ হয়ে যাচ্ছে অপরাজিতা অপু!

‘সোনার সংসার’ লড়াইয়ে ছিনিয়ে নিয়েছেন সেরা ছেলে, সেরা বউমা-এর তকমা। তবে টি-আর-পি লড়াইয়ে বোধ হয় পিছিয়ে পড়েছেন অপু। যে কারনে ‘অপরাজিতা অপু’কে রিপ্লেস করছে ‘উড়ন…

zee-bangla-upcoming-serial-uron-tubri

‘সোনার সংসার’ লড়াইয়ে ছিনিয়ে নিয়েছেন সেরা ছেলে, সেরা বউমা-এর তকমা। তবে টি-আর-পি লড়াইয়ে বোধ হয় পিছিয়ে পড়েছেন অপু। যে কারনে ‘অপরাজিতা অপু’কে রিপ্লেস করছে ‘উড়ন তুবড়ি’। আগামী ২৮ শে মার্চ থেকে সন্ধ্যে ৬ টার স্লটে ‘অপরাজিতা অপু’ বদলে সম্প্রচারিত হবে ‘উড়ন তুবড়ি’। আর ‘অপরাজিতা অপু’ দেখা যাবে রাতসাড়ে আটটায়। ( Uron Tubri )

Advertisements

চপ ভাজা নিয়ে তৈরি গল্প ‘উড়ন তুবড়ি’। পাশাপাশি রয়েছে তিন বোন ও তাদের মায়ের জীবন সংগ্রামের গল্প।ধারাবাহিকের মূল চরিত্রের নাম তুবড়ি। তিন বোনের ভূমিকায় থাকছে সোহিনী বন্দোপাধ্যায়, সুকন্যা বসু, এবং সৌমি চট্টোপাধ্যায়। আর মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী লাবনী সরকারকে। জানা গিয়ে, কন্নরের জনপ্রিয় এক ধারাবাহিক রিমেক ‘উড়ন তুবড়ি’।

বিজ্ঞাপন

প্রসঙ্গত জি বাংলায় গতমাসে শুরু হয়েছে ‘লখী কাকিমা সুপারস্টার’ ও ‘গৌরি এল’। নতুন এই ধারাবাহিকের তালিকায় নাম লেখাতে চলেছে ‘উড়ন তুবড়ি’। (  Uron Tubri ) সম্প্রতি সামনে এসেছে এই সিরিয়ালের ট্রেলার। যার ডায়লগ মুক্তির পর থেকের ঘুরছে লোকের মুখে মুখে। ‘আমি ফুলঝুড়িও নই, কালিপটকাও নই। আমি তুবড়ি। সহজে জ্বললে থামি না।