শেষ হয়েও এখন শেষ হয়নি। টেলিদর্শকদের মনের মনিকোঠায় আজ ‘জবা-পরম’ জুটি সযত্নে থাকে। ‘ কে আপন কে পর’ ধারাবাহিকের এই জুটি কেড়ে নিয়েছিল সকলের মন। পরম হয়ে উঠেছিল ঘরের ছেলে আর জবা মেয়ে। তবে সব গল্পের মতো শেষ হয়েছে এই কাহিনিও। শুরু হয়েছে নতুন কথা। নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে বিশ্বজিৎ। সঙ্গী অভিনেত্রী আরাত্রিকা। ধারাবাহিকের নাম ‘খেলনাবাড়ি’।
দেব-রুক্মিণী ‘কিসমিসে’ মিঠাইয়ের চমক
‘এ যে সে মেয়ে নয় , পুতুল পাল। প্রথমে দেখে। তারপে দেখায়। তারপর শেখায়’ ইতিমধ্যে ধামাকাদার ডায়ালগ দিয়ে প্রোমোতে নজর কেড়েছে ‘ খেলনাবাড়ি’। তবে গল্পের বদল হলেও এবারও বড়লোক বাড়ির ছেলে বিশ্বজিৎ এবং গরীবের মেয়ে পুতুল। মানে ফের বৈষম্যের মধ্যে প্রেম। তবে জবা-পরম জুটির সাফল্যের পর বিশ্বজিৎ-আরাত্রিক- জুটি কতোটা দর্শকদের মনে ধরে সেটাই এখন দেখার।
সোশ্যাল মিডিয়ায় ‘দিদিয়া’র সঙ্গে সম্পর্কের শিলমোহর দিলেন অদৃত
স্টার জলসা এবং জি-বাংলা দুই চ্যানেলের মধ্যে লড়াই লেগেই থাকে। একে অপরকে টেক্কা দেওয়ার জন্য চলতি বছরে আনা হয়েছে একাধিক সিরিয়াল। যেমন জি-বাংলায় ‘লালকুঠি’র পর আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক। যে ধারাবাহিকের হাত ধরেই ফিরতে চলেছেন ‘কে আপন কে পর’-এর খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউজ এর দ্বারা তৈরি সিরিয়াল আসতে চলেছে জি বাংলায় যেখানে নায়িকার ভূমিকায় দেখা যাবে সান বাংলার অগ্নিশিখা খ্যাত আরাত্রিকা মাইতিকে