Yuvaan: ইউভানের ভিডিও চোখে জল আনল নেটবাসীর

Yuvaan

সে যখন প্রথমবার দু’চোখ মেলে পৃথিবীর আলো দেখে, তার কয়েকদিন আগেই না ফেরার দেশে চলে গিয়েছেন দাদু। দাদুকে সেকখনও চোখে দেখেনি আর দেখতেও পাবে না। দাদুর হাত ধরে ঘুরতে যাওয়া, দাদুর কাছে অবদার করা সব কিছু থেকে বঞ্চিত সে। তবে ‘দাদু’ বলে ডাকটা তার থেকে কেউ কেড়ে নিতে পারেনা।

দাদুকে সে বেশ ভাল ভাবেই চেনে। যখনই মন চায় দাদুর ফটো হাতে নিয়ে নিজের মনে বকবক করে চলে সে। আজ তেমনই এক দাদুর ফটোর সঙ্গে নাতির একান্তের সময় কাটানো ভিডিও পোস্ট করেছে রাজ চক্রবর্তী। চোখ ইউভানের এই ভিডিও দেখে আবেগে ভাসছে নেটদুনিয়া।

   

২০২১ সালের অগাস্ট মাসে বাবাকে হারান বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী । তার পরের মাসেই তাঁর ঘর আলো করে জন্ম নেয় একরত্তি ইউভান। অর্থাৎ ঠাকুর্দার সঙ্গে সাক্ষাতে আলাপ কোনওদিনই হয়নি ইউভানের। তাই ভিডিও পোস্ট করে আবেগঘন রাজ ক্যাপশনে লেখেন, ‘একই বছরে আমি ওঁদের একজনকে হারাই আর অন্যজনকে পাই। আমার ছেলে কখনও আমার বাবাকে দেখেনি এবং আমার বাবাও কখনও তাঁর নাতির সঙ্গে দেখা করার সুযোগ পাননি। কিন্তু আমি জানি, কিছুভাবে একটা, ওঁরা একে অপরকে খুব মিস করে।’

ছবির দিকে আঙুল দেখিয়ে ‘দাদা’ অর্থাৎ ঠাকুর্দাকে চেনাচ্ছে ইউভান। যেন বহুদিনের পরিচয়, অনেক গল্প করবে সে। মায়ের নির্দেশে ‘দাদা’কে আদর করে চুমুও খেল পুঁচকে। এবছর সরস্বতী পুজোয় পড়াশোনার পথে প্রথম ধাপ রেখে ফেলেছেন ইউভান (Yuvaan)। মাত্র দেড় বছর বয়সে হাতেখড়ি হল ‘রাজপুত্র’এর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন