Sourav Ganguly Property: কীভাবে 365 কোটি টাকা জমালেন সৌরভ গাঙ্গুলি!

Sourav Ganguly Property: শুধুমাত্র ক্রিকেট খেলেই কি এত সম্পত্তি বানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্রিকেটের মহারাজের আনুমানিক সম্পদ প্রায় 365 কোটি টাকা।…

Sourav Ganguly Property

Sourav Ganguly Property: শুধুমাত্র ক্রিকেট খেলেই কি এত সম্পত্তি বানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্রিকেটের মহারাজের আনুমানিক সম্পদ প্রায় 365 কোটি টাকা। কলকাতার বুকে দাদার প্রাসাদ বাড়ি দেখলে তো চক্ষু চড়কগাছ হয়ে যায় অনেকেরই। এককথায়, অর্থ ও খ্যাতি দুই ক্ষেত্রেই সৌরভ গাঙ্গুলি কোনো অংশেই কম নন। ভারতের সব ধনী ক্রিকেটারদের তালিকাতেও রয়েছে বেঙ্গল টাইগারের নাম।

সৌরভের সম্পত্তির খোঁজ

সৌরভ গাঙ্গুলির বাড়িটি অত্যন্ত বিলাসবহুল। দাদার বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বারংবার। ঘর সাজাতে লাখ লাখ টাকা খরচ করেছেন গাঙ্গুলি। বাড়ির অভ্যন্তরটি খুব সুন্দর রাজপ্রাসাদের মতো। শোনা যায়, তাঁর পৈতৃক বাড়িটির মূল্য প্রায় 10 কোটি টাকা, যাতে 48টি কক্ষ রয়েছে। এছাড়াও গাঙ্গুলি একটি দোতলা প্রাসাদের মালিকও। আবার লন্ডনেও রয়েছেন দারুণ ফ্ল্যাট। আজ 51 বছর বয়সে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলীর বিলাসবহুল জীবনযাত্রার কথা অনেকে তো ভাবতেই পারেননি। গাঙ্গুলির প্রাসাদসম বাড়ির পাশাপাশি অনেক বিলাসবহুল গাড়ির সংগ্রহ রয়েছে। সেই তালিকা নিম্নরূপ:

  • প্রায় 62 লক্ষ টাকা মূল্যের রেঞ্জ রোভার।
  • 72 লক্ষ টাকার মার্সিডিজ GL।
  • Audi।
  • CLK কনভার্টেবল।
  • BMW সিরিজের গাড়িও রয়েছে।

খেলা ছেড়েছেন বহু বছর হল। BCCI-ও ছেড়েছেন। তাহলে এখন এত টাকা কোথা থেকে উপার্জন করছেন সৌরভ? উঠছে প্রশ্ন। এরই উত্তরে বলা যায়, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি বিজ্ঞাপন থেকে প্রচুর অর্থ উপার্জন করেন। অনেক বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুসারে, গাঙ্গুলি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য প্রতি বছর 1 কোটি 35 লক্ষ টাকা চার্জ করেন। তিনি বাংলা টিভি শো দাদাগিরির হোস্ট হিসাবে প্রতি সপ্তাহে 1 কোটি টাকা নেন।