Yash: একদিকে নুসরত ফারিয়া অন্যদিকে এনা জমজমাটি যশের নববর্ষ

‘রকস্টার’ এর লুক এবং ‘চিনাবাদাম’ ট্রেলার-জমজমাটি যশের নববর্ষ। বছরের প্রথম দিনে প্রকাশ্যে যশের রকস্টার লুক। ( Yash  )অংশুমান প্রত্যুষের আগামী ছবি ‘রকস্টার’। যেখানে যশের বিপরীতে…

Yash

‘রকস্টার’ এর লুক এবং ‘চিনাবাদাম’ ট্রেলার-জমজমাটি যশের নববর্ষ। বছরের প্রথম দিনে প্রকাশ্যে যশের রকস্টার লুক। ( Yash  )অংশুমান প্রত্যুষের আগামী ছবি ‘রকস্টার’। যেখানে যশের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে। পরিচালক আগেই জানিয়েছিলেন, ছবিতে লম্বা চুল ঝাঁকিয়ে গিটার হাতে রক গাইতে দেখা যাবে যশকে ( Yash )।

সেই মতই গাড়ির বনেটে বসে থাকা অভিনেতার একমাথা অবিন্যস্ত লম্বা চুল। গালে কাটা দাগ। গায়ে ছেড়া জিন্স, টি শার্ট, জ্যাকেটে অনুরাগীদের সামনে এলেন যশ। অভিনেতার কথায় ‘রকস্টার হয়ে উঠতে গিয়ে আমায় নতুন জার্নির মধ্য দিয়ে যেতে হয়েছে। নিজেকে চরিত্রের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। এর আগে অনেক ধরনের চরিত্র করেছি। ‘রকস্টার’ একদমই নতুন অভিজ্ঞতা। পাশাপাশি নুসরত ফারিয়ার সঙ্গে নতুন জুটি। আশা, দর্শকেরা নতুন চরিত্র, নতুন জুটিকে ভালবাসবেন।’

নতুন বছরে জিৎয়ের ধামাকাদার উপহার

অন্যদিকে অভিনেত্রী – প্রযোজক এনা সাহা ‘চিনে বাদাম’ ছবির প্রথম গান শেয়ার করে নিয়েছেন। গানের নাম ‘হারিয়ে যাও যদি ভিড়ে’। সঙ্গে লিখেছেন, ‘সব ভালোবাসার গল্পেরই নিজের রঙ থাকে। সেই রঙ দিয়ে তারা স্বপ্ন আঁকে।’ চিনে বাদাম’ ছবিতে এনার সঙ্গে জুটি বেঁধেছেন যশ (Yash )। ছবির পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। নায়িকা হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন এনা সাহা। এনা বলছেন, ‘আমার চরিত্রের নাম তৃষা। যে খুব সাদামাটা। যেমন আর ৫টা মেয়ে হয়, তেমনই। রোজকার জীবনের মত অভিনয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে ভালোলাগারও। এর আগে যশের সব বাংলা ছবির গান আমি শুনেছি। এসওএস কলকাতায় ওর সঙ্গে কাজও করেছি। তবে সেখানে আমাদের চরিত্র প্রেমিক প্রেমিকার ছিল না। এই প্রথম আমরা একে অপরের বিপরীতে অভিনয় করলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি মুক্তির।’

টিজারে জিৎ-এর সঙ্গে জুটিতে বাজি মারল দ্বিতিপ্রিয়া

পুরনো দিনের মত একসঙ্গে বসে আড্ডার সময় কার্যত ফুরিয়েছে। ভার্চুয়াল পৃথিবীতে এখন নিজেদের মুঠোফোনেই সময় কাটাতে ব্যস্ত সবাই। পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার গল্পই বলবে ‘চিনেবাদাম’। নতুন চরিত্র নিয়ে কী কী আশা রয়েছে যশের? অভিনেতা বলছেন, ‘এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।’

আড্ডা, পেটপুজো-জমজমাট শুভ-রাজের পয়লা বৈশাখ

‘চিনেবাদাম’ পুরোদস্তুর একটি রোম্যান্টিক কমেডি সিনেমা। মুভিটিতে ফ্রেন্ডশিপ অ্যাপের নাম ‘চিনেবাদাম’। এই ‘চিনেবাদাম’-এর সূত্র ধরেই একটি ছেলে ও মেয়ের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, যা পরে ভালবাসায় পরিণত হয়। হাসি-মজা আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এছবি।