Writwik Mukherjee: ট্রোলের শিকার অভিনেতা হৃত্বিক মুখার্জী 

কি ছিল আর কি বুঝলেন নেটিজেনরা! হঠাৎ ট্রোলের শিকার অভিনেতা হৃত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। কারণ হল এক ছবি। ঘুরতে গিয়ে আমরা সকলেই ছবি তুলি। এবং…

Writwik Mukherjee: ট্রোলের শিকার অভিনেতা হৃত্বিক মুখার্জী 

কি ছিল আর কি বুঝলেন নেটিজেনরা! হঠাৎ ট্রোলের শিকার অভিনেতা হৃত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। কারণ হল এক ছবি। ঘুরতে গিয়ে আমরা সকলেই ছবি তুলি। এবং তা পোস্ট ও করি। অভিনেতা ও তাই করেছেন। তাহলে সমস্যা কোথায়? ঘটনা হল তিনি খেয়াল করেননি একটি বিষয় তাতেই ঘটে গেল বিপত্তি।   

ঘুরতে গিয়ে একটি ছবি পোস্ট করেছেন ।যদিও সেই ছবিতে এমন কিছুই নেই। রয়েছে অভিনেতা হৃত্বিক, প্রাকৃতিক সৌন্দর্য , আর ফ্রেমের সামনে রয়ে গিয়েছে এটি লাল রঙের উল্টানো চশমা। যত কারসাজি করেছেন এটিই। এই চশমাকে আদতে দেখতে চশমার মত হলেও, এক ঝলক দেখলে এটি দেখতে লাগছে বিকিনির মত আবার চোখ কচলালেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি নিছকই এক লাল চশমা যা নিয়ে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিতর্ক। 

Advertisements

ইতিমধ্যেই হাজারো মানুষ শেয়ার করেছেন এই ছবি।কার্যতঃ হাসির রোল উঠেছে ছবি ঘিরে।এখানেই শেষ নয় এর সাথে ছবির ক্যাপশন ” একা এবং একা” আরও চটকদার করে তুলছে পুরো বিষয়টি।