HomeEntertainmentশীতের ছুটিতে ঢুঁ মারুন 'মিনি সুন্দরবনে'

শীতের ছুটিতে ঢুঁ মারুন ‘মিনি সুন্দরবনে’

- Advertisement -

শীত মানেই বেড়ানো৷ নরম রোদ গায়ে মেখে কয়েক ঘণ্টার উল্লাস৷ পরিবার, বন্ধুদের সঙ্গে ছুটির শীত উপভোগের জন্য ‘গোলপাতার জঙ্গল’ নামের পিকনিক স্পটের খবর রইল৷

গোলপাতার জঙ্গল:
সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি করতে চান, তাহলে এই গোলপাতার জঙ্গল আপনার জন্য বেস্ট উইকেন্ড ডেস্টিনেশন। গোলপাতা গাছ, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই জঙ্গল উত্তর ২৪ পরগনার টাকী তে অবস্থিত। গোলপাতা জঙ্গল জনপ্রিয় বড় বড় গাছের ছাউনির জন্য যার মধ্যে দিয়ে সূর্যের রশ্মি উঁকি দেয়। জনপ্রিয় মিনি সুন্দরবনের মত ঘন জঙ্গল পথ এই জঙ্গল। পাশেই ইছামতী নদী আর তার ওপাশেই বাংলাদেশ। জঙ্গল পথ দিয়ে যেতে যেতে আপনি টাকি নদীর তীরে পৌছে যাবেন যেখানে আপনি ওপার বাংলার মাঠ, জমি অনেক কাছ থেকেই দেখতে পাবেন। ইচ্ছা হলে নৌকাই চড়ে বাংলাদেশের খুব কাছ থেকে ঘুরেও আসতে পারেন। তবে সাথে পরিচয়পত্র রাখতে ভুলবেন না কারন‌ জঙ্গলের কিছু কিছু অঞ্চলে ঢোকার জন্য তা লাগতে পারে।

   

কিভাবে যাবেন?
শিয়ালদাহ থেকে লোকাল ট্রেনে করে টাকি রোড স্টেশন। সেখান থেকে অটো অথবা রিক্সা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular