উইন্ডোজ প্রোডাকশন হাউজের ফেসবুক পেজ হ্যাক? শিবপ্রসাদের স্ত্রীর উদ্বেগের পোস্ট ভাইরাল

বাংলার অন্যতম খ্যাতনামা প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন হাউজ (Windows Production House)। “বহুরূপী”, “পোস্ত”, “বেলাশেষে” এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছে, এবার অজানা পরিস্থিতির সম্মুখীন…

Is the Facebook page of Windows Production House hacked? Zinia Sen shares her concerns on social media about the unusual changes. Find out the truth behind the incident.

বাংলার অন্যতম খ্যাতনামা প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন হাউজ (Windows Production House)। “বহুরূপী”, “পোস্ত”, “বেলাশেষে” এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছে, এবার অজানা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক (Facebook hack) পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো উধাও হয়ে যাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পেজে কালো ছবি সেট করা হয়েছে এবং সেই ছবির ক্যাপশনে কিছু অস্বাভাবিক লেখাও উপস্থিত। 

   

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উইন্ডোজ প্রোডাকশন হাউজের অন্যতম কর্ণধার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী, জিনিয়া সেন (Zinia Sen) । তিনি ফেসবুকে এই ঘটনার স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “হ্যাক করা হয়েছে নাকি অন্য কিছু?” তার পোস্টের পরে, অনেকে মন্তব্য করেন যে পেজটি হ্যাক হয়েছে। কেউ কেউ সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগের পরামর্শ দেন। তবে কিছু ব্যক্তির ধারণা, এটা হয়তো স্রেফ প্রচারের একটি কৌশল হতে পারে, কারণ আজকাল অনেক সময় হাটকে স্টাইল প্রমোশন করার জন্য এমন অদ্ভুত পদ্ধতি ব্যবহার করা হয়। 

মহাকুম্ভে মালা বিক্রি করে ১০ দিনে ১০ কোটি রুপি আয় করলেন মোনালিসা? জানুন সত্যিটা

উল্লেখযোগ্য, উইন্ডোজ প্রোডাকশন হাউজের (Windows Production House) শেষ ছবি ২০২৪ এর পুজোতে মুক্তি পেয়েছিল। ছবির নাম ‘বহুরূপী’ । এই ছবি বক্স-অফিসে ঝড় তুলেছিল। গত বছর পুজোর সময় চারটি বাংলা ছবি মুক্তি পেলেও সব ছবিকে পিছেনে ফেলে আয়ের শীর্ষে উঠে এসেছিল ‘বহুরূপী’। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায়কে।

উইন্ডোজ প্রোডাকশন হাউজের (Windows Production House) আগামীতে একাধিক ছবি মুক্তি দিতে চলেছে। এর মধ্যে অন্যতম ছবি “আমার বস”, যা পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে।