Arijit Singh: মানুষ হিসাবে আদতে এতটা খারাপ ছিলেন অরিজিৎ! কাঁদিয়ে দিলেন ইলা অরুণ

Arijit Singh: ‘আগে একজন ভালো মানুষ হও’, ইলা অরুণের চোখে কেন ভালো মানুষ হতে পারেননি অরিজিৎ সিং। স্বনামধন্য গায়িকার কাছে ক্ষমা চাইতে গিয়ে একসময় হাউ…

Arijit Singh

Arijit Singh: ‘আগে একজন ভালো মানুষ হও’, ইলা অরুণের চোখে কেন ভালো মানুষ হতে পারেননি অরিজিৎ সিং। স্বনামধন্য গায়িকার কাছে ক্ষমা চাইতে গিয়ে একসময় হাউ হাউ করে কাঁদতে শুরু করেছিলেন অরিজিৎ। পুরোনো ভিডিওটি জুড়ে অবাক নেটিজেনরা। প্রশ্ন উঠছে, অরিজিৎ সিং কি এমন করেছিলেন যে ইলা অরুণ তাঁর উপর এতটা চটে গিয়েছিলেন।

টলিউড-বলিউডের প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। নিজের গায়কির জোরে ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। তাঁর জনপ্রিয়তা আজ এতটাই বেশি যে এমন কোনো ছবিই হবে না যেখানে অরিজিৎ সিংয়ের গান থাকবে না। কিন্তু এই স্টারডম অর্জন করা তার জন্য একেবারেই সহজ ছিল না। এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। অরিজিৎ সিং অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। একসময় প্রখ্যাত গায়িকা ইলা অরুণের তিরস্কারের শিকার হতে হয়েছিল তাঁকে।

আসলে, অরিজিৎ সিং এবং ইলা অরুণের যে পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানেই ধরা পড়েছে সবটা। সে সময় অরিজিৎ সিং রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর অংশ ছিলেন। 2005 সালের এই শোতে, সমস্ত
প্রতিযোগী এক ছাদের নীচে থাকতেন এবং সেখানে থাকাকালীন তারা তাঁদের গুরুদের কাছ থেকে প্রশিক্ষণ নিতেন এবং পারফর্ম করতেন। আর সেসময় ‘ফেম গুরুকুল’-এর ‘হেড মিস্ট্রেস’ ছিলেন ইলা অরুণ।

ইলাজি কিছু বিষয়ে অরিজিৎ সিংয়ের উপর এতটাই রাগান্বিত ছিলেন যে তাঁর সাথে কথা বলতেও অস্বীকার করেছিলেন। ভিডিওতে দেখা যায় যে অরিজিৎ সিং ইলা অরুণের কাছে গিয়ে বলেন, ‘প্লিজ ম্যাম, আমাকে পা ছুঁতে দিন। আমি আপনাকে সবচেয়ে বেশি সম্মান করি।’ ইলা তখন রেগে গিয়ে বলেন, ‘বসো।’ তোমার চরণ স্পর্শ করার যোগ্য আমি নই। কার মানুষ নিজের সম্মানীয় ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করে। উত্তরে অরিজিৎ বলে, ‘ম্যাম, এমন বলছেন কেন? আপনি এমন করলে আমি সত্যিই পাগল হয়ে যাব।’

ভিডিওতে আরও দেখা যায়, ইলা অরুণ Arijit Singh-কে বলেন, ‘আমার কি খারাপ লাগার অধিকার নেই? একজন শ্রোতাপ্রিয় শিল্পীর জীবনে এতটা সুরের অভাব হলে কীভাবে চলবে। আমি যদি শুধু তোমার জন্য শিক্ষক হই? আপনার আর আমার আর কোনো সম্পর্ক কি ছিল? তুমি কি এমন না যে একবার ফেমাস হয়ে গেলে সব সম্পর্ক দূরে সরিয়ে রাখবে? জাবেদ ভাই আমাকে আপনার সঙ্গে সুন্দর করে কথা বলতে বলেছেন। তাই বলছি। বুঝলেন অরিজিৎ, আপনি যদি আগে একজন ভাল মানুষ না হন, আপনি যতই ভাল গায়ক হন না কেন, আপনি তলায় তলিয়ে যাবেন।’

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by ʀᴀɴɢʀᴇᴢ🍃 (@rangrez.0)

তখনই কাঁদতে কাঁদতে Arijit Singh বলতে থাকেন যে এমন কখনও হবে না। সত্যিই হয়নি। এখনও পর্যন্ত এই জনপ্রিয় গায়কের সুরে এবং স্বরের পাশাপাশি তাঁর মনুষ্যত্ববোধও আমজনতাকে নিত্যদিন নতুন নতুন ভাবে মুগ্ধ করে চলেছে।