কলেজে মেয়ে দেখার জন্য এ কী করতেন অমিতাভ? ফাঁস বিগ বি-র গোপন কেচ্ছা

বচ্চন পরিবার বরাবরই লাইমলাইটে থাকে। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে ছোট্টো আরাধ্যাও বিভিন্ন সময়ে শিরোনামে আসেন। তবে এবার স্বয়ং বিগ বি’র অতীত জীবনের…

Leaked Big B's secret

বচ্চন পরিবার বরাবরই লাইমলাইটে থাকে। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে ছোট্টো আরাধ্যাও বিভিন্ন সময়ে শিরোনামে আসেন। তবে এবার স্বয়ং বিগ বি’র অতীত জীবনের এক ঘটনা সামনে এল। যা নিয়ে বেশ শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে। কিন্তু কি সেই ঘটনা?

কৌন বানেগা ক্রোড়পতি রিয়ালিটি শো-তে অমিতাভ বচ্চন বছর পর বছর ধরে ঠিক যেন প্রাণকেন্দ্র হয়ে উঠেছেন। শো-এর সঞ্চালনায় তার কোথাও কোনও ফাঁক থাকে না। হট সিটে বসে থাকা সদস্যের সঙ্গে মন খুলে আড্ডায় বারে বারে মাততে দেখা যায় অমিতাভ বচ্চনকে। বলিউডের শাহেনশাহ খুব সহজেই সকলকে আপন করে নিতে পারেন। কেবল গুরুগম্ভীর কথায় বা প্রশ্ন মানে জর্জরিত করা নয়, নিজের জীবনের একাধিক রহস্য শেয়ার করেও নান সামনে বসে থাকা প্রতিযোগীর সঙ্গে।

   

কখনও উঠে আসতে দেখা যায় তাঁর বৈবাহিক সম্পর্কের নানা খুঁটিনাটি গল্প. কখনও তার জীবনের জানা-অজানা নানা কাহিনি নির্দ্বিধায় বলে যান তিনি। সেরকমই একটা এপিসোডে অমিতাভ প্রকাশ্যে এনেছিলেন তার কলেজ জীবনের কথা। কলেজ জীবনে কি তার কোন প্রেমিকা ছিল? ভাল মেয়ে দেখলেই কি অমিতাভ বচ্চন বেশ কিছুটা মুখিয়ে থাকতেন? এমনই কিছু প্রশ্ন যখন তার সামনে একের পর আসতে থাকে, তখন তিনি উত্তরে ফাঁস করেন নিজের জীবনের এক অজানা কাহিনি।

Advertisements

তিনি যে কলেজে পড়তেন তার মহিলা বিভাগ অর্থাৎ সিস্টার কলেজ ছিল পাঁচিলের ঠিক পাশেই। মাঝখান দিয়েছিল একটি খাই। সেটাকে টপকাতে পারলেই দর্শন মিলতো মেয়েদের। অমিতাভ জানান তিনি ঝুঁকি নিয়ে সেটি পেরিয়ে খোঁজার চেষ্টা করতেন মেয়েদের মধ্যে কোথায় রয়েছে তার প্রেমিকা। হট সিটে বসে থাকা প্রতিযোগী তখন হেসে লুটোপুটি, তিনি জানান এ তো এক্কেবারে কলেজ জীবনের প্লে বয়। অমিতাভ বচ্চনের জীবনের নানা দিক নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন থাকেই। আর সেই সব প্রশ্নের উত্তর যদি স্বয়ং বিগ বি-ই দেন তাহলে তো আর কোনো কথাই নেই।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News