বিছানায় লাস্যময়ী রূপে স্বস্তিকা! জন্মদিনে নিজেকে নিয়ে এ কি বললেন অভিনেত্রী?

Swastika Mukherjee

চিরকালই ছক ভাঙার মোড়কে থাকতে পছন্দ করেন তিনি। বিতর্ক তাঁর ছায়াসঙ্গী। কিন্তু, অভিনয় ক্ষমতা আর দৃঢ় আত্মবিশ্বাস অন্যদের থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee) স্বতন্ত্র করেছে বারবার। শুধু বাংলা নয়, বলিউডেও সমান ভাবে কাজ করছেন স্বস্তিকা।

আজ, ১৩ ডিসেম্বর, ৪২ বছরে পা দিলেন অভিনেত্রী। কিন্তু, তাঁকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই। স্বস্তিকার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গেলেই দেখা যাবে, টাইমলাইনজুড়ে শুধুই জন্মদিনের শুভেচ্ছা বার্তা। শুধু অনুরাগী বা সহকর্মীদের শুভেচ্ছা নয়, স্বস্তিকাও নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ৪২ বছরের স্বস্তিকার বোল্ড লুক।

   

বিছানার উপর সাদা শাওয়ার ড্রেসে বসে আছেন অভিনেত্রী। উঁকি দিচ্ছে কালো অন্তর্বাস। স্বস্তিকার এই লাস্যময়ী রূপ নজর কেড়েছে নেটিজেনদের। আর এরকমই সাজে সেজে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।

ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘কিউকি ইয়ে এক জিন্দেগি কাফি নেহি হ্যায়’ । নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে স্বস্তিকা লিখলেন,”আমরা শক্তিশালী এবং স্বাধীন…এই কথাগুলি শুনতে শুনতে কি ক্লান্ত হয়ে পড়ি না ?… সাহসী, দক্ষ, অসাধারণ, এটাই আমরা । নিজের পরিচয় নিজেই তৈরি করছি । হ্যাপি বার্থ ডে টু মি ।”

বরাবরই চর্চার তুঙ্গে থাকেন স্বস্তিকা। কখনো কোনো মন্তব্য থেকে শুরু করে তার পোষাক নিয়েও তার দিকে আঙুল তোলেন নেটিজেনরা। খবরের শিরোনাম হতে দ্বিধা বোধ করেননা অভিনেত্রী। তিনি তার খোলা মেজাজে চিরকাল থেকেছেন আর তেমনই থাকবেন। জন্মদিনে নিজেকে শুভেচ্ছা জানিয়ে এটাই আরও একবার সবাইকে মনে করিয়ে দিলেন অভিনেত্রী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন