নিউ ইয়র্কে একি করলেন ঋদ্ধি সেন ও সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়? দেখুন ছবিতে

সম্প্রতি নিউ ইয়র্কে গিয়েছিলেন ঋদ্ধি সেন (Riddhi Sen) এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের সামনে চুমু খেতে দেখা গেল তাদের । সেই ছবিও সোশ্যাল…

Riddhi Sen and Surangana Bandyopadhyay

সম্প্রতি নিউ ইয়র্কে গিয়েছিলেন ঋদ্ধি সেন (Riddhi Sen) এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের সামনে চুমু খেতে দেখা গেল তাদের । সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তারা। ঋদ্ধি এঁবং সুরঙ্গনা ছাড়াও নিউ ইয়র্কে তাদের সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু রাজর্ষি নাগ (Rajorshi Nag)।

শিকাগোর (Chicago) নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (NABC) এর উদ্দেশ্যে সারা বিশ্বের বাঙালীকে একত্রিত করে প্রতি বছর অনুষ্ঠান ও উৎসবের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যকে উদযাপন ধরা। এই সম্মেলন এর আয়োজন করেন গ্রেটার শিকাগোর বাঙালী এসোসিয়েশন (Greater Chicago Bengali Association)। তাদের আয়োজন করা অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেন টালিগঞ্জের বিশিষ্ট শিল্পীরাও। এই বছর ৪ থেকে ৬ জুলাই শিকাগোতে অনুষ্ঠিত হয়েছে এই কনফারেন্স।

   

এই কনফারেন্স যোগ দিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, চূর্ণী গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, অর্জুন চক্রবর্তী, উজান গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সুদেষ্ণা রায়, ইশা সাহা সহ টালিগঞ্জের বহু শিল্পীরা। হাজির ছিলেন সস্ত্রীক কৌশিক সেন, ঋদ্ধি (Riddhi Sen), সুরঙ্গনা (Surangana Bandyopadhyay) এবং রাজর্ষি (Rajorshi Nag) । ‘হ্যামলেট’ (Hamlet) চরিত্রে অভিনয় করে এই কনফারেন্স পুরস্কার যেতেন ঋদ্ধি।

অভিনেতা দরশিল সাফারির অডিশন ভিডিও প্রকাশ করল প্রযোজনা সংস্থা

কনফারেন্স শেষ হতে নিউ ইয়র্ক শহর (New York City) ঘুরতে বেরিয়েছিলেন ঋদ্ধি, সুরঙ্গনা এবং রাজর্ষি। তারা হাটঁতে হাটঁতে পুচং নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে (Times Square) । সেখানকার বড় বড় বিল্ডিং, ঝাঁ চকচকে মেটালের ফ্রেমওয়ার্ক, আলোর খেলা এবং বড় বিজ্ঞাপন দেখে মুগ্ধ হন তারা। তাদের ভ্রমণের মুহূর্তগুলোকে ফ্রেমবন্ধী করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনজনে। ঋদ্ধি ও সুরঙ্গনার চুমুর ছবিটি ফ্রেমবন্দি করে তাদের বন্ধু রাজর্ষি নাগ। রাজর্ষির সঙ্গেও বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই অভিনেতা-অভিনেত্রী। ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন ঋদ্ধি ও সুরঙ্গনা।