Web Series : গ্যাংস্টারের কাছ থেকে চুরি নেশাদ্রব্য, নেট দুনিয়ায় চলবে ‘সার্চ’

কুখ্যাত গ্যাংস্টার জ্যাকি ভাইয়ের কাছে নেশাদ্রব্য চুরি করে মান্তা। এরপরই এক ড্রাগচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে সে। সেই চক্র থেকে বেরোতে মান্তা তাদের চোখে ধুলো দিয়ে…

কুখ্যাত গ্যাংস্টার জ্যাকি ভাইয়ের কাছে নেশাদ্রব্য চুরি করে মান্তা। এরপরই এক ড্রাগচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে সে। সেই চক্র থেকে বেরোতে মান্তা তাদের চোখে ধুলো দিয়ে কালিম্পংয়ে তাঁর বোন জিনার শ্বশুর বাড়িতে আশ্রয় নিতে যায়।

Advertisements

অন্যদিকে ওই ভয়ঙ্কর ‘মামলা’র তদন্ত বিভিন্ন ঘটনার ও একটি অবর্ণনীয় মোড়ের মধ্য দিয়ে পরিসমাপ্তি পায়।যমজ বোন জিনা ও মান্তাকে কেন্দ্র করে এমনই একটি বিষয় নিয়ে আসতে চলেছে ‘ক্লিক’ এর আপকামিং ওয়েব সিরিজ (Web Series) ‘সার্চ’। মান্তা এবং জিনা’র দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা সরকার।

   

সদ্যই মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার।সিরিজের পরিচালক সন্দীপ সরকার। গল্প এবং চিত্রনাট্য লিখেছেন মধুমিতা সরকার। মধুমিতা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন ভাস্বর চ্যাটার্জী, রাজেশ শর্মা, জয় সেনগুপ্ত, কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, জয়দীপ মুখার্জী, বিশ্বজিৎ চক্রবর্তী। আবহ সংগীতে রয়েছেন বিনিত রঞ্জন মৈত্র। মুখ্য চিত্রগ্রাহক সুদীপ্ত দে। সম্পাদনা করেছেন জয়ন্ত লাহা ও কৌস্তভ সরকার।সাজসজ্জায় রয়েছেন শঙ্কর ও বুলা।খুব শীঘ্রই ‘ক্লিক’ এ মুক্তি পেতে চলেছে সার্চ।