Home Entertainment Viral: ভাইরাল শুভশ্রীর শ্যুটিংয়ের হট ভিডিও

Viral: ভাইরাল শুভশ্রীর শ্যুটিংয়ের হট ভিডিও

viral-subhashree-ganguly-hot-dance-video

ঘর-সন্তান সামলে শ্যুটিং ফ্লোরে ফিরেছেন শুভশ্রী (Subhashree Ganguly) । ফ্লোরে পা রাখতে ন রাখতেই ভাইরাল হয়েছে সিনেমার দৃশ্যে। যেখানে লাল হট পোশাকে নাচতে দেখা যাচ্ছে। যা মুহূর্তে ভাইরাল। যদিও এই ভিডিওটি নায়িকার ফ্যান পেজ থেকে শেয়ার হয়েছে।

Advertisements

পরমের নতুন সঙ্গী আরাত্রিকা

   

শুভশ্রীর আগের থেকে একটু ওজন বেড়ে গিয়েছিল। যা নিয়ে নেটিজেনরা বেশ কিছু খারাপ মন্তব্য করেছেন। তবে সে সব গায়ে মাখার মেয়ে শুভ নন। আসলে অভিনেত্রী শুধু মনে নয়, পোশাকেও সাহসী। সে সব বোঝা যায় তাঁর পোস্টে। মাঝে মধ্যেই নিজের নানা বোল্ড ছবি শেয়ার করতে দেখা যায় নায়িকাকে। তবে এখন চর্চায় নায়িকার লাল পোশাকে নাচের ভাইরাল ভিডিও।

দেব-রুক্মিণী ‘কিসমিসে’ মিঠাইয়ের চমক

দেব থেকে শুরু জিৎ সকলের সঙ্গে অভিনেত্রীর জুটি সুপারহিট। তবে রাজের সঙ্গে বিয়ের পর রাজের ছবিতেই তাঁকে বেশি দেখা গিয়েছে, যেখানে বারবার বদলে গিয়েছে সহ-অভিনেতা।

Advertisements