Leena Nagwanshi: আত্মঘাতী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা

Leena Nagwanshi

তুনিশা শর্মা আত্মঘাতী হওয়ার পর পরই আরও এক দুঃসংবাদ ঘিরে এল। রায়গড়ে নিজস্ব বাড়ি থেকেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগওয়ান্সির (Leena Nagwanshi) ঝুলন্ত দেহ উদ্ধার। লীনার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। তার মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। জানা যাচ্ছে, লীনা নাগবংশীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা যাচ্ছে, লীনা নাগবংশীর মা বাজারে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি লীনাকে দেখতে না পেয়ে বাড়িতে খোঁজাখুঁজি করেন। ছাদে খোঁজ করলে সেখানকার দরজা বন্ধ দেখেন তিনি। কিন্তু ঘরে খুঁজতেই ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছেন লীনার পরিবার।

   

চক্রধর নগর থানার সাব ইন্সপেক্টর এক জাতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘বছর ২২-এর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরের লীনা নাগওয়ান্সি। রায়গড়ে নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন তিনি। চক্রধর নগর থানা এই ঘটনার তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে লীনার দেহ।’

মাত্র ২২ বছর বয়সেই লীনার ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার্স সংখ্যা ১১ হাজার পার করেছে। বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ইনস্টাগ্রামে রিল ভিডিয়ো শেয়ার করে বিপুল জনপ্রিয়তা অর্জন সে। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। চ্যানেলের নাম ‘রয়্যাল লীনা’। সেখানে বিভিন্ন রকমের কন্টেন্ট শেয়ার করতেন তিনি।

ইনস্টাগ্রামে ক্রিসমাস সংক্রান্ত শেষ পোস্টও করেছিলেন লীনা। আচমকা এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কেন আত্মঘাতী হলেন তা নিয়ে ধন্দে পুলিশ। ২২ বছরের মেয়েকে হারিয়ে শোকের ছায়া লীনার পরিবারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন