মুম্বই: তাঁর অভিনীত ‘টুয়েলভথ ফেল’ দাগ কেটেছে আপামর দর্শকের মনে৷ সৎ আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন বিক্রান্ত ম্যাসি৷ বক্স অফিসে পেয়েছিলেন ফুল মার্কস৷ সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য সবরমতি রিপোর্ট’-এও ছাপ ফেলেছে তাঁর অভিনয়৷ টুক টুক করে ‘সবরমতী’ টপকে গিয়েছে ২৫ কোটির গন্ডি৷ এমনকি ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ সাংবাদিকের চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ৷ ইতিমধ্যেই বিক্রান্তের ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার৷ সদ্য জিতেছেন ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাব৷ হাতে একের পর এক ছবির অফার৷ বলা যায়, মধ্যগগনে বিক্রান্তের ফিল্মি কেরিয়ার৷ কিন্তু, এমনই এক সময় কঠিন সিদ্ধান্ত নিলেন ‘সেক্টর ৩৬’-এর অভিনেতা৷ অভিনয় জগতকে চিরতরে আলবিদা জানালেন পর্দার সমর কুমার৷ (vikrant massey retires)
ইন্সটাগ্রাম হ্যান্ডলে আবেগঘন পোস্ট vikrant massey retires
ইন্সটাগ্রাম হ্যান্ডলে আবেগঘন এক পোস্টে অভিনয় জগত থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন বিক্রান্ত ম্যাসি৷ এই ঘোষণায় মন ভেঙেছে তাঁর অনুরাগীদের৷ ইনস্টাগ্রাম পোস্টে বিক্রান্ত লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ ছিল। আপনাদের অকুন্ঠ সমর্থনের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই এগিয়ে চলেছি, ততই বুঝতে পারছি এবার ঘরে ফেরার সময় হয়েছে। একজন স্বামী, একজন পিতা এবং একজন পুত্র হিসাবে৷ এবং অবশ্যই একজন অভিনেতা হিসেবেও। তাই আগামী ২০২৫ সালে শেষবারের মতো আমাদের দেখা হবে।’’ তাঁর আরও সংযোজন, ‘শেষ দুটো সিনেমা এবং অনেক স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। আমি চিরকাল ঋণী থাকব।’
View this post on Instagram
টেলিপর্দা থেকে অভিনয়ের সফর শুরু vikrant massey retires
টেলিপর্দা থেকে অভিনয়ের সফর শুরু বিক্রান্তের৷ তবে তিনি নিজের জাত চিনিয়েছেন বড়পর্দাতেও৷ এই সফরের মাঝে হঠাৎ ছেদ টানলেন কেন বিক্রান্ত? এটা কি সাময়িক বিরতি না চিনতরে ফিল্মি দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন অভিনেতা? তাঁর ইনস্টা পোস্টে রেখে গেলেন সেই ধোঁয়াশা৷
Entertainment: Vikrant Massey announces retirement from acting after a successful career, with films like ‘The Sabarmati Report’ crossing 25 crores. His heartfelt Instagram post thanks fans for their support. Final films slated for release in 2025.