হিমালয়ের কোলে বিয়ে সারলের বিক্রান্ত-শীতল, রইল রূপকথার ওয়েডিং অ্যালবাম

vikrant-massey-and-sheetal

বলিটাউনে বিয়ের মরশুম চলছে! ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, রাজকুমার রাও-পত্রলেখা, অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, হালে সাতপাকে ঘুরলেন মৌনী রায়-সূরজ নাম্বিয়ার!vikrant-massey-and-sheetal

Advertisements

এবার এই তালিকায় নয়া সংযোজন ‘ছপক’-এর অভিনেতা বিক্রান্ত মাসে। শুক্রবার বিয়ে করলেন বিক্রান্ত মাসে এবং শীতল ঠাকুর। পরিবার এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে হিমাচলপ্রদেশে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। তবে বলিউডের কোনও তারকাকেই বিক্রান্তের বিয়েতে দেখা যায়নি! হিমাচলি কন্যার সঙ্গে বিক্রান্তের বিয়ের ছবি প্রকাশ পেয়েছে নেটমাধ্যমে।

vikrant-massey-and-sheetal

বিক্রান্ত মেসি আর শীতল ঠাকুরের বিয়ের ছবি নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। বিয়ের মণ্ডপে বর-কনে। লাল লহেঙ্গা এবং ওড়নায় সেজেছেন শীতল। সাদা রঙের শেরওয়ানি পরেছেন ‘ছপক’-এর নায়ক। এ ছাড়াও পাপারাৎজিদের ইনস্টাগ্রাম প্রোফাইলে গায়ে হলুদের কিছু ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, সাদা গেঞ্জি পরে নিজের হবু-স্ত্রীর সঙ্গে নাচে মেতেছিলেন বিক্রান্ত। শীতলের গায়ে ছিল হালকা হলুদ রঙের লহেঙ্গা।

Advertisements

vikrant-massey-and-sheetal

ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রান্ত মেসি এবং শীতল ঠাকুরকে। জানা যায়, ২০১৯ সালে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাঁরা রোকা অনুষ্ঠান পর্ব সেরে ফেলেন। তাঁদের বিয়ের পরিকল্পনা আগেই ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিয়ে পিছিয়ে দেন।