Vikram: ‘আমার ছোট ভাইয়ের মতো’- গর্বিত জিৎ! কেন?

Vikram: ‘যে কোনও প্রাণীর দাম যদি ৫০টাকার বেশি না হয়, তাহলে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যায় না।’ বিস্ফোরক দাবি করেছিল পুলিশ প্রশাসন। নৃশংসভাবে অবলা কুকুর…

Vikram

Vikram: ‘যে কোনও প্রাণীর দাম যদি ৫০টাকার বেশি না হয়, তাহলে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যায় না।’ বিস্ফোরক দাবি করেছিল পুলিশ প্রশাসন। নৃশংসভাবে অবলা কুকুর হত্যা করছিলেন সৌম্য মুখোপাধ্যায়। ঠিক তখনই নিরীহ প্রাণীদের বাঁচাতে এগিয়ে এলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। হাতে অস্ত্র তুলে নিয়ে বললেন, ‘যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে।’ এইভাবেই ধুমধাম করে প্রকাশিত হল পারিয়া ছবির ট্রেলার। বাংলা ছবির ইতিহাসে এ যেন অন্যরকম স্টোরি। নজর কেড়েছে সকলের।

বিক্রমের কাজে বেশ খুশি হয়েছেন সুপারস্টার জিৎ। বলেছেন, ‘বিক্রম আমার ছোট ভাইয়ের মতো। যখন ও আমাকে এই ছবির বিষয়ে বলল, আমার বিষয়বস্তুটা বেশ পছন্দ হয়েছিল। বিক্রমকে আমি বলি, আমি যদি কোনওভাবে এই ছবির পাশে দাঁড়তে পারি তাহলে আমি থাকব। তাই আমি আজ ট্রেলার লঞ্চ করতে এসেছি। বিক্রম এই ছবির জন্য নিজের শরীরে আমূল পরিবর্তন এনেছে। বিক্রম খুব পরিশ্রম করেছে, আমি জানি এই পরিবর্তন আনা কতটা কঠিন। পারিয়া’র জন্য আমার শুভেচ্ছা রইল। এটা অ্যাকশন ফিল্মে একটা নতুন ধরনের বিষয় নিয়ে এসেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে ।’

প্রসঙ্গত, কুকুর নিখোঁজ হওয়ার পিছনে লুকিয়ে থাকা এক রহস্যের উদঘাটন করবেন বিক্রম। বলিউডের এনিম্যালের মতোই তিনিও হাতে তুলবেন অস্ত্র। রূপ ধরবেন নৃশংসভাবে। তবে, হ্যাঁ। এই কাজটা বিক্রম করবেন সবটাই ওই অবলা প্রাণীগুলোকে বাঁচানোর জন্য। বাস্তবে নয় অনস্ক্রিনে। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে পারিয়া।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)