Jawan: মুক্তি পেলো বিজয় সেতুপতির প্রথম পোস্টার

কিং খানের জওয়ান আসার আগেই ঝড় তুলেছে গোটা দেশজুড়ে। ইতিমধ্যেই অধীর আগ্রহে তার অনুগামীরা। একের পর এক রহস্য প্রকাশ হচ্ছে আর দর্শকদের মধ্যে বাড়ছে উদ্বেগ।…

Jawan: মুক্তি পেলো বিজয় সেতুপতির প্রথম পোস্টার

কিং খানের জওয়ান আসার আগেই ঝড় তুলেছে গোটা দেশজুড়ে। ইতিমধ্যেই অধীর আগ্রহে তার অনুগামীরা। একের পর এক রহস্য প্রকাশ হচ্ছে আর দর্শকদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

শাহরুখ খান, বিজয় সেতুপতি এবং নয়নতারা অভিনীত জওয়ান সম্পর্কে প্রতিটি তথ্য এখন চমকপ্রদ। নয়নতারার চরিত্রের পোস্টার অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেলেও পিছিয়ে নেই বিজয় সেতুপতিও।Jawan: মুক্তি পেলো বিজয় সেতুপতির প্রথম পোস্টার

নির্মাতা এবং কাস্ট আজ চলচ্চিত্র থেকে তার প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শিরোনাম – “The dealer of death” পোস্টারে দেখা যাচ্ছে। যার পরে আরো জানার জন্য দর্শকদের উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

Advertisements

পোস্টারটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় প্রকাশিত হয়েছে। ছবিটি ৭ সেপ্টেম্বর, ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাহরুখ খানের জওয়ান মুক্তি পাওয়ার আগেই সারা ফেলেছে গোটা দেশ জুড়ে। এবার জাওয়ান সম্পর্কিত একের পর এক পোস্টার, ছবি সম্মুখে আসা মাত্রই উদ্বেগ বাড়ছে তার অনুগামীদের।