রোমের রাজপথে বর্ষবরণ! বিজয়-রশ্মিকার রোম সফরের ছবি ভাইরাল

রোমের প্রাচীন অলিগলি ঘিরে আবারও নতুন করে উঁকি দিচ্ছে দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার সম্পর্কের জল্পনা। কয়েক দিন আগেই ইতালির ঐতিহাসিক রাজধানী…

রোমের প্রাচীন অলিগলি ঘিরে আবারও নতুন করে উঁকি দিচ্ছে দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার সম্পর্কের জল্পনা। কয়েক দিন আগেই ইতালির ঐতিহাসিক রাজধানী থেকে নিজের ছুটির নানা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন রশ্মিকা। সেই রেশ কাটতে না কাটতেই একই শহর থেকে ছবি পোস্ট করে আলোচনায় ফিরে এলেন বিজয় দেবরাকোন্ডা।

Advertisements

রোমের বিভিন্ন স্থানে ভ্রমণ

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির সিরিজে রোমের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় অভিনেতাকে। একটি ছবিতে তিনি দাঁড়িয়ে রয়েছেন আইকনিক কলোসিয়ামের সামনে, অন্য এক ফ্রেমে তাঁর কাঁধে মাথা হেলিয়ে থাকা এক নারীর উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। যদিও সেই নারীর মুখ স্পষ্ট নয়, তবু অনুরাগীদের অনুমান—তিনি আর কেউ নন, রশ্মিকা মান্দানাই।

   

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিজয় লেখেন, “Happy New Year my darling loves ❤️ May we grow up together, make great memories, do great things, spread love, cheer and life.” সংক্ষিপ্ত অথচ আবেগঘন এই বার্তাই ফের উসকে দিয়েছে তাঁদের সম্পর্কের জল্পনা।

আগেও রোন ভ্রমণের ছবি পোস্ট Vijay-Rashmika Mandanna in Rome

এর আগে রশ্মিকাও রোম ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। তাঁর শেয়ার করা মুহূর্তগুলিতে ধরা পড়েছিল নীরব উদ্‌যাপন, মোমবাতির আলোয় প্রার্থনা এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দৃশ্য। সেই পোস্টের মাঝেই কিছু সূক্ষ্ম ক্লিপে নজরে আসে বিজয়ের উপস্থিতি। বিশেষ করে একটি ভিডিও, যেখানে রশ্মিকাকে বিজয়কে ডেজার্ট খাওয়াতে দেখা যায়, তারপর নিজে তা আস্বাদন করেন, এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ইন্ডাস্ট্রির অন্দরমহলে অবশ্য এই সম্পর্ক নতুন নয়। শোনা যাচ্ছে, ২০২৫ সালের অক্টোবরে ঘনিষ্ঠ পরিবার-পরিজনের উপস্থিতিতে নাকি গোপনে বাগদান সেরেছেন বিজয় ও রশ্মিকা। যদিও এখনও পর্যন্ত তাঁরা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি। তবে সম্প্রতি হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ রাজস্থানের উদয়পুরে একটি রাজকীয় প্রাসাদে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর।

একান্ত পরিসরে বিয়ে

সূত্রের খবর, এই অনুষ্ঠানও হবে সম্পূর্ণ ব্যক্তিগত। কোনও সেলিব্রিটি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। “বাগদানের মতোই বিয়েটিও হবে একান্ত ঘনিষ্ঠ পরিসরে। শুধুমাত্র পরিবারের সদস্য ও কাছের মানুষজনই উপস্থিত থাকবেন,” জানিয়েছেন এক ঘনিষ্ঠ সূত্র।

সব মিলিয়ে রোমের ছুটির ছবি, রহস্যময় ক্যাপশন আর বিয়ের জল্পনা, নতুন বছরের শুরুতেই ফের আলোচনার কেন্দ্রে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা।

Entertainment: Vijay Deverakonda and Rashmika Mandanna spark massive wedding rumors after their cozy Rome vacation photos go viral. Reports suggest the couple will tie the knot on Feb 26, 2026, at a heritage palace in Udaipur. Get the latest gossip here!

Advertisements