Byomkesh in OTT: ওটিটিতে ব্যোমকেশের আত্মপ্রকাশে আগ্রহী দর্শককূল

Abir Chatterjee

ব্যোমকেশ (Byomkesh ) এবার ওটিটিতে (OTT)। বড় পর্দায় অনেকবার ব্যোমকেশকে নিয়ে সিনেমা হলেও ছোটপর্দায় এই প্রথমবার ব্যোমকেশকে নিয়ে সিনেমা হতে চলেছে। দুর্গা পূজার প্রাক্কালে সদ্য মুক্তিপ্রাপ্ত হওয়া যুব ব্যানার্জির কর্ণসুবর্ণ গুপ্তধনে ‘সোনাদা’ নামক চরিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছে আবির চ্যাটার্জি।

বক্স অফিসের অনুমান এই সিনেমাও বাংলা সিনেমা জগতের অন্যতম সুপারহিট সিনেমা হতে চলেছে। ইতিমধ্যে এই ছবিটি তার খরচ পুনরুদ্ধার করেও তার থেকে বেশি আয় করেছে। এক কথায় সোনাদা বাঙালিরদের দর্শকদের মন জয় করে নিয়েছে। অরিন্দম শিল্প পরিচালিত বংকের সত্যতা মঞ্চ সিনেমাতে ব্যোমকেশ এর অভিনয় করেছে আবীর চ্যাটার্জী, সত্যবতীর চরিত্রে অভিনয় করেছে সোহিনী সরকার এবং অজিতের চরিত্রে অভিনয় করেছে সুহোত্রা মুখোপাধ্যায়। আগামী ১৪ ই অক্টোবর ব্যোমকেশের এই ছবিটির ডিজিটাল প্রিমিয়ার রিলিজ হবে।

   

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অসম্পূর্ণ করে রাখা কাজটি সম্পন্ন করেছেন পরিচালক অরিন্দম শীল এবং পদ্মনাভ দাসগুপ্ত। অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের দুটি বড় প্রধান চরিত্র তার জীবনের অন্যতম তাহল সোনাদা এবং ব্যোমকেশ। আবিরের জীবনে ব্যোমকেশের যাত্রা শুরু হয় ২০১০ সালে অঞ্জন দত্তের হাত ধরে এবং পরবর্তীকালে ২০১৪ সালে অরিন্দম ছেলের হাত ধরে হর হর ব্যোমকেশে টলিউড অভিনেতা আবীর অভিনয় করেন। অন্যদিকে আবিরের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র হল সোনাদা।

‘সোনাদা’ চরিত্রের যাত্রা শুরু হয় ২০১৭ সালে পরিচালক ধ্রুব ব্যানার্জির হাত ধরে গুপ্তধন সিনেমায়। এরপর ২০১৯ সালে, দ্বিতীয়বারের মতো সোনাদা চরিত্রে আবির চ্যাটার্জী অভিনয় করেন। এরপর তিন বছরের বিরতির পর চলতি বছরের গত ৩০ শে সেপ্টেম্বর কর্ণসুবর্ণ গুপ্তধন নামক সিনেমাটি প্রকাশ পেয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন