Monday, December 8, 2025
HomeEntertainmentVidya Balan: চুটিয়ে সঙ্গমের পর শুধু এই একটা জিনিস চাই-ই, জন্মদিনে ফাঁস...

Vidya Balan: চুটিয়ে সঙ্গমের পর শুধু এই একটা জিনিস চাই-ই, জন্মদিনে ফাঁস বিদ্যার টপ সিক্রেট

- Advertisement -

‘ডার্টি পিকচার’ ছবির চরিত্রের মতোই বাস্তবেও কিন্তু বেশ বিন্দাস বিদ্যা বালান (Vidya Balan)। তিনি যা বলেন তা একেবারেই খোলাখুলি। রাখঢাক ব্যাপারটা মোটেই তাঁর স্বভাবে নেই। নিজেকে নিয়ে সর্বদা কনফিডেন্ট অভিনেত্রী। যেকোনো পরিস্থিতি বেশ সুন্দর মোকাবিলা করতে জানেন তিনি।

এক সাক্ষাৎকারে বিদ্যাকে যৌনতা নিয়েও প্রশ্ন করা হয়, তাতেও ছক্কা হাঁকান তিনি। করণ জোহরের রেডিও শো ‘কলিং করণে’ এসে যৌনতা প্রসঙ্গে একেবারে খুল্লমখুল্লা মন্তব্য করেছিলেন বিদ্যা। সেই রেডিও শোয়ে করণ জোহর বিদ্যাকে স্পষ্ট জিজ্ঞাসা করেন তিনি কীরকম যৌনতা পছন্দ। আলোতে নাকি অন্ধকারে? বিদ্যার সোজা জবাব, হালকা আলো! করণের পরের প্রশ্নতেও দারুণ জবাব দেন বিদ্যা।

   

করণ বিদ্যাকে জিজ্ঞাসা করেন, সিল্ক নাকি সুতির কাপড়! বিদ্যার পছন্দ, সুতির কাপড়। অন্যদিকে তিনি এ ও জানান, চুটিয়ে সঙ্গমের পর চকোলেট, গ্রিনটি বা মদ একেবারেই চলে না বিদ্যার। বরং এ ব্যাপারে বিদ্যার পছন্দ এক গ্লাস শুদ্ধ জল।

তবে এখানেই থেমে থাকেননি বিদ্যা। যৌনতা প্রসঙ্গে বিদ্যা স্পষ্ট জানিয়েছেন, সঙ্গমের ক্ষেত্রে শুরুটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুটা যদি রোমান্টিক হয়, তাহলে শেষটাও একদম পারফেক্ট হবে।

সম্প্রতি ওয়েব সিরিজ দুনিয়ায় নজর কাড়েন বিদ্যা। তবে কিছু দক্ষিণী ছবির অফার রয়েছে বিদ্যার কাছে।নতুন বছরে বিদ্যা বালানকে অনু মেননের ‘নিয়ত’ এবং প্রতীক গান্ধীর সঙ্গে ‘লাভারস’ ছবিতে দেখা যেতে চলেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular