গুরুতর অসুস্থ মাধবী

অসুস্থ মাধবী মুখোপাধ্যায়। আজ সকালে তাকে চিকিৎসার জন্য উডল্যান্ডসে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। তার ক্রনিক অ্যানিমিয়া রয়েছে সঙ্গে সুগার লেভেল অনেকটা হাই।

Advertisements

মাধবী মুখোপাধ্যায়ের বয়স বর্তমানে ৮০ বছর। তারপর ক্রনিক অ্যানিমিয়া রয়েছে সঙ্গে রক্তে রয়েছে অধিক শর্করা। যার ফলে তিনি দুর্বল বোধ করছিলেন। এরপরেই এই তীব্র গরমে ঝুঁকি না নিয়ে চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং অন্য কোনো অসুস্থতা রয়েছে কিনা এইসব পরীক্ষার জন্য তাকে আলিপুরের উডল্যান্ডসে ভর্তি করা হয়। তিনি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের কাছে চিকিৎসাধীন রয়েছে। তবে বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে।

Advertisements

১৯৫৬ সালে তপন সিংহের টনসিল ছবিতে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর ১৯৬০ সালে মৃণাল সেনের বাইশে শ্রাবণ ছবিতে অভিনয় করেন। এই ছবির প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তার নতুন নামকরণ করেন মাধবী। বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে অভিনয় করেন। সত্যজিৎ রায়ের পরিচালনায় ১৯৬৩ সালে মহানগর ছবিতে অভিনয় করেন মাধবী। এরপর তিনি ১৯৬৪ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় অবলম্বনে চারুলতা চলচ্চিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। ১৯৬৫ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় কাপুরুষ ছবিতে অভিনয় করেন।