বিয়ে থেকে বাঁচানোর ডাক্তারবাবু আর নেই, প্রয়াত অভিনেতা অমরনাথ মুখার্জি

কন্যাদায়গ্রস্থ পিতাদের কবল থেকে বন্ধুর ভাইকে বাঁচাতে টোটকা প্রয়োগ করেছিলেন। সফলও হয়েছিলেন। এমনই চিকিৎসক ডা গুপ্ত। বিয়ে থেকে বাঁচানোর হরেক উপায় প্রয়োগ করে বিখ্যাত তিনি। প্রবল জনপ্রিয় বাংলা ছবি মৌচাক-এর ডা গুপ্ত এক মজার চরিত্র। আসলে তিনি বিশিষ্ট অভিনেতা অমরনাথ মু়খার্জি। বিয়ে থেকে বাঁচানোর সেই ডাক্তারবাবু প্রয়াত।

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার মুম্বইয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন, এমনটাই পরিবার সূত্রে খবর।

   

জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়াও ফুসফুসে ধরা পড়ে ফাইব্রোসিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় খবরটি সমাজমাধ্যমে জানান শুক্রবার।

৭০-এর দশকে বাংলা ছবি দিয়ে পথচলা শুরু করেন অমরনাথ। বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। অমরনাথের প্রথম ছবি ছিল ‘মেঘ কালো’। ‘বসন্ত বিলাপ’, ‘মৌচাক’, ‘অগ্নিশ্বর’, ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘বিদ্রোহী’ ছবিতে তাঁর অভিনয় আজও দর্শক মনে রেখেছেন।

বাংলায় ‘জননী’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন অমরনাথ। অভিনেতার শেষ বাংলা ছবি ছিল তরুণ মজুমদার পরিচালিত ‘আলো’।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন