ছবির প্রমোশনে কলকাতায় বরুণ-কিয়ারা

সদ্য রিলিজ করেছে ‘জুগ জুগ জিও ‘। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, কিয়ার আডবানি, অনিল কাপুর, নিতু কাপুর। বর্তমানে বিভিন্ন জায়গায় চলছে প্রমোশন। এবার ভিক্টোরিয়ার সামনে দেখা গেল বরুণ ও কিয়ারাকে। এর থেকেই বোঝা যাচ্ছে কলকাতায় এসেছেন দুই তারকা। মঙ্গলবার সকাল থেকেই কখনও পার্ক স্ট্রিট, কখনও কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি সামনে দেখা গিয়েছে অভিনেতা-অভিনেত্রীকে।

Advertisements

এবার বোঝাই যাচ্ছে প্রমোশন করতে এসে গিয়েছে বরুণ-কিয়ারা। সবুজ নিয়ন জাম্পস্যুটে কিয়ারা আর ডেনিম জ্যাকেটে বরুন। সোমবার রাতে কলকাতা আসার পর থেকে এক মিনিট বিশ্রাম নেই তাঁদের। কলকাতায় এসে নায়িকা জানালেন, আমাকে অনেকগুলো টিপস দিয়েছে বরুণ। যেমন অনিচ্ছা থাকলেও ভালবাসার মানুষের ভাল লাগাগুলোকে মান্যতা দেওয়া উচিত।

Advertisements

বর্তমানে প্রায় সব অভিনেতা অভিনেত্রী প্রমোশনের জন্য কলকাতায় আসছেন। এর আগে এসেছিলেন আলিয়া ভাট।