বাবার ছবির জন্য শুটিং করতে গিয়েই বিপত্তি! কী হল বরুণের?

Varun Dhawan

বাবা ডেভিড ধাওয়ানের জন্য একটি কমেডি ছবির শুটিং করতে গিয়েই হল বিপত্তি। পাঁজরে গুরুতর চোট পেলেন বরুণ ধাওয়ান(Varun Dhawan) । একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, শুটিংয়ে মারাত্মক চোট পেয়েও কিন্তু থেমে থাকেননি বরুণ ধাওয়ান। ছবির বাকি অংশের শুটিং সেরেছেন তিনি।

Advertisements

কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সেনের পদ ছাড়লেন ‘অভিমানী’ রাজ চক্রবর্তী!

জানা গিয়েছে এই ছবির কাজ মুম্বইতে চলছিল। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। তাঁর সঙ্গে বেশ কয়েকটি রোম্যান্টিক দৃশ্য আছে এই ছবিতে। বলিউড মাধ্যম সূত্রে খবর, সিনেমার পরবর্তী শুটিং শিডিউল ঠিক করা হয়েছে নভেম্বর মাসে। এরই মাঝে আবার নতুন ছবি ‘সানি সংস্কারি কি তুলসি কুমারি’তে কাজ শুরু করার কথা ছিল বরুণ ধাওয়ানের। তবে আপাতত পাঁজরে চোট পাওয়ায় সেই সিনেমার কাজে হাত দেবেন কিনা, তা জানা যায়নি এখনও পর্যন্ত।

Advertisements

তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, চেনেন এই বিখ্যাত গায়ককে?

ম্যায় তেরা হিরো’, ‘জুড়ওয়া ২’, ‘কুলি নং ওয়ান’-এর পর বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় চার নম্বর সিনেমা করলেন বরুণ। বরুণ ধাওয়ান অভিনীত অ্যাকশন থ্রিলার বেবি জন সিনেমা মুক্তির অপেক্ষায়। সিটাডেল-এর ভারতীয় সংস্করণেও রয়েছেন তিনি। সবমিলিয়ে বরুণ ধাওয়ানের ফিল্মি কেরিয়ার এখন বেশ উজ্জ্বল।